Wednesday, November 5, 2025

নিয়ন্ত্রণে আসেনি আগুন! লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃত ৫, জারি জরুরি অবস্থা

Date:

দাউদাউ করে জ্বলছে আগুন, দগ্ধ আমেরিকার লস অ্যাঞ্জেলস (LA wildfires)। আগুন ছড়িয়েছে ক্যালিফোর্নিয়াতেও (California)। চারিদিকে শুধুই হাহাকার আর কান্নার রোল। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রকৃতির রুদ্ররোষে ঘরছাড়া প্রায় লক্ষাধিক। প্রশাসনের তরফে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিপর্যয়ের কারণে ইতালি সফর বাতিল করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের (LA) পাহাড়ি এলাকা থেকে ক্যালিফর্নিয়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়াচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় আলাদাভাবে দাবানলের সৃষ্টি হওয়ায় আতঙ্ক বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি বহু দমকলকর্মী এবং উদ্ধারকারীরাও জখম হয়েছেন বলে খবর মিলেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে। এমনকি নর্দমাগুলোও জলশূন্য। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি।হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version