Saturday, August 23, 2025

আরজি কর কাণ্ডে আজই কি সঞ্জয়ের ফাঁসির রায়? বিচারের আশায় নির্যাতিতার পরিবার 

Date:

কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনার (RG Kar Medical College and Hospital lady doctor murder case) তদন্তের রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই (CBI)। অভিযোগকারী, অভিযুক্ত এবং তদন্তকারীদের তথ্য-প্রমাণ-বয়ান মিলিয়ে দেখার পর বিচার-পর্ব শেষে এবার রায়দনের পালা। বিচারের আশায় বুক বাঁধছে নির্যাতিতার পরিবার। উপযুক্ত ‘প্রমাণে’র অভাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে (Sanjay Rai) বেকসুর খালাস করার দাবি জানাতে চলেছেন তাঁর আইনজীবী। কিন্তু সিবিআই ফাঁসির দাবি জানাতে প্রস্তুত। আজই কি হতে পারে রায়দান? নজর শিয়ালদহ কোর্টের (Sealdah Court) দিকে।

গত অগাস্ট মাসের ৯ তারিখে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ডিউটিরত অবস্থায় হাসপাতালে খুন হন চিকিৎসক তরুণী। তারপর থেকে গোটা বাংলার বুকে আন্দোলনের ঝড় বয়ে গেছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনাযর মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে সেই তদন্তকেই সিলমোহর দিয়েছে সিবিআই। তদন্তভার পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় আর কাউকেই গ্রেফতার করতে পারিনি কেন্দ্রীয় এজেন্সি। তবে অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক রিপোর্ট জমা দিয়েছেন তারা। সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী অবশ্য দাবি করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারীরা কোনও কিছুই প্রমাণ করতে পারেননি। বুধবার শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচারপর্বে হাজির করা হয় অভিযুক্ত সঞ্জয়কে। নির্যাতিতার মা ও বাবাও আদালতে উপস্থিত ছিলেন। সম্প্রতি বিচারপর্বে সিবিআইয়ের বক্তব্য পেশের পর নির্যাতিতার আইনজীবীরাও তাঁদের লিখিত বক্তব্য পেশ করেন। সিবিআই এবং মৃতার পরিবারের তরফ থেকে ফাঁসির দাবি করা হয়েছে। বুধবার সঞ্জয়ের আইনজীবীদের সওয়ালও শেষ হয়েছে। এরপরই রায়দানের সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও আইনজীবীদের একাংশ মনে করছেন বৃহস্পতিবার না হলেও সম্ভবত জানুয়ারি মাসেই এই মামলার রায় ঘোষণা হতে পারে।

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version