Tuesday, November 4, 2025

নিয়ন্ত্রণে আসেনি আগুন! লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃত ৫, জারি জরুরি অবস্থা

Date:

দাউদাউ করে জ্বলছে আগুন, দগ্ধ আমেরিকার লস অ্যাঞ্জেলস (LA wildfires)। আগুন ছড়িয়েছে ক্যালিফোর্নিয়াতেও (California)। চারিদিকে শুধুই হাহাকার আর কান্নার রোল। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রকৃতির রুদ্ররোষে ঘরছাড়া প্রায় লক্ষাধিক। প্রশাসনের তরফে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিপর্যয়ের কারণে ইতালি সফর বাতিল করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের (LA) পাহাড়ি এলাকা থেকে ক্যালিফর্নিয়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়াচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় আলাদাভাবে দাবানলের সৃষ্টি হওয়ায় আতঙ্ক বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি বহু দমকলকর্মী এবং উদ্ধারকারীরাও জখম হয়েছেন বলে খবর মিলেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে। এমনকি নর্দমাগুলোও জলশূন্য। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি।হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version