Wednesday, August 13, 2025

ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া জোট! দিল্লিতে কংগ্রেস-আপ বিবাদে ক্ষোভপ্রকাশ ওমর আবদুল্লার

Date:

যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, তাদের হাতেই তুলে দেওয়া হোক নেতৃত্ব- ইন্ডিয়া জোটের সাফল্যের জন্য এই নীতি গ্রহণ করাই প্রয়োজন বলে সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নীতি না মেনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটকেই বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেস।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং আম আদমি পার্টি- ইন্ডিয়া জোটের এই দুটি দলের বিবাদে পরোক্ষে প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গিয়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যত৷ দিল্লিতে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে এই বিবাদের বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ তাঁর সাফ কথা, এমন চলতে থাকলে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই ভালো৷ দিন কয়েক আগে একই ভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন বর্ষীয়ান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও৷ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও কংগ্রেস মুখপাত্র পবন খেরার দাবি, ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল লোকসভা ভোটের কথা ভেবে৷ রাজ্যস্তরে কোনও ইন্ডিয়া জোট নেই৷ রাজ্যওয়াড়ি ভোটে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে তেমন ভাবে কোনও আসন সমঝোতাই হয়নি৷

এরই মাঝে আরও একবার কংগ্রেসকে নিশানা করে আম আদমি পার্টির সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, কংগ্রেসের বিজেপি আঁতাত স্পষ্ট হচ্ছে বারবার৷ এর কারণ হিসেবে কেজরিওয়ালের প্রশ্ন, কংগ্রেস যদি বিজেপির সঙ্গে আঁতাত না করে থাকে, তাহলে তারা আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপির কুত্‍সা ও অপপ্রচারের কোনও প্রতিবাদ করছে না কেন ? কংগ্রেস ও বিজেপির আঁতাতের যোগ্য জবাব দেবেন দিল্লির মানুষ, দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রধান বিরোধী দুই দলের গোপন আঁতাতের বিরুদ্ধে সারা দিল্লিতে লাগাতার প্রচার চালাবে আম আদমি পার্টি, বৃহষ্পতিবার নয়াদিল্লিতে দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷

আরও পড়ুন- কুম্ভমেলাকে কোটি কোটি টাকা দিলেও গঙ্গাসাগরকে কিছু দেয়না, মোদিকে আক্রমণ মমতার

_

_

_

_

_

_

_

_

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version