Tuesday, November 4, 2025

শনিবার বড় ম্যাচ, মোহনবাগানের বিরুদ্ধে নামর আগে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Date:

হাতে আর মাত্র একটা দিন। তারপরই আইএসএল-এর ফিরতি ডার্বি। গুয়াহাটিতে বসতে চলেছে বড় ম্যাচের আসর। তার আগে কলকাতায় শেষ অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। পুরো দলে লাল-হলুদের অনুশীলন চললেও, এদিন অনুশীলন করেননি ডিফেন্ডার আনোয়ার আলি। এদিনও তাঁকে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। এরপর সমর্থকদের প্রশ্ন উঠছে ডার্বিতে কি খেলবেন লাল-হলুদের নির্ভরযোগ্য ডিফেন্ডার।

শেষ ম্যাচে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান আনোয়ার। হুইলচ্যেয়ারে যুবভারতী ছাড়েন তিনি। গতকাল অনুশীলনে এলেও নামেননি তিনি। এদিনও দেখা গেল একই ছবি। মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। কিছুক্ষণ পরেই মাঠ ছাড়লেন। তাঁর পা এখনও ফুলে রয়েছে। যদিও লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিলেন, ২০ জনের দলে থাকবেন আনোয়ার। এদিন সাংবাদিক সম্মেলেনে অস্কার বলেন, “ ডার্বিতে নামার আগে এখনও অনেকটা সময় বাকি। আগের ম্যাচেই আনোয়ার চোট পেয়েছে। ওকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছি। ম্যাচের আগে আনোয়ারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।“

শেষ ম্যাচে মুম্বইয়ের বুরুদ্ধে ড্র হতে শেষ মুহুর্তে গোল খেয়ে ম্যাচ হার। এবার সামনে লিগ শীর্ষে থাকা মোহনবাগান। প্রতিপক্ষকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা? লাল-হলুদ কোচের কথায়, ডার্বি সব সময় ফিফটি ফিফটি। এই নিয়ে অস্কার বলেন, “ আমার মনে হয় ম্যাচ ৫০-৫০ রয়েছে। ওরা বেশি জিতেছে। তবে আমরাও ভাল খেলেছি। আমাদের প্রথম কাজ ওদের আটকানো। সেই পরিকল্পনা করেছি। আশা করছি ভাল খেলব। “

আরও পড়ুন- রানে ফিরতে এবার কাউন্টিতে কোহলি : সূত্র

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version