Wednesday, November 12, 2025

মন্দির কমিটির ‘অপদার্থতা’ই দায়ী? তিরুপতি দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন

Date:

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের (Tirupati temple, Andhrapradesh) দশদিনের (১০ থেকে ১৯ জানুয়ারি ২০২৫) বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহে বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ছ’জনের। বুধবার সন্ধ্যার এই ঘটনার ফুটেজ প্রকাশে আসতেই মন্দির কমিটির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না করা যায়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন লম্বা লাইন করতে দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

দুর্ঘটনায় কেউ হারিয়েছেন প্রিয়জনকে, কেউ আবার পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। কী ভাবে কী হয়ে গেল, এখনও বুঝেই উঠতে পারছেন না ভেঙ্কটেশ নামের এক যুবক। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। সদ্য স্ত্রী হারা স্বামী বললেন, ‘‘ও টিকিটের লাইনে দাঁড়িয়েছিল। তার পরেই এই দুর্ঘটনা। প্রথমে বুঝতেই পারিনি ও পড়ে গিয়েছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও আশপাশের সব হাসপাতালে খুঁজেছি। ভাইরাল ভিডিয়ো থেকে জানতে পারি ওর মৃত্যু হয়েছে।’’ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সন্ধ্যার সময় বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির ঘোষণা হতেই হুড়োহুড়ি পড়ে যায়। তারপরেই এই দুর্ঘটনা। তাহলে কি পর্যাপ্ত ব্যবস্থা না রাখার কারণেই এত বড় কাণ্ড? দুর্ঘটনার মুহূর্তের একটি ফুটেজ প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করে লক্ষাধিক পুণ্যার্থীর জন্য কেন মাত্র একটি কাউন্টার খোলা হয়েছিল? এছাড়া পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না বলেও অভিযোগ উঠছে। মন্দির কর্তৃপক্ষ ভিড় বেশি হওয়ার কারণেই বিশৃঙ্খলা বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বৃহস্পতিবার সকালে আহু তোদের দেখতে হাসপাতালে পৌঁছে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। চিকিৎসার সব ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-নেত্রীরাও মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নাইডু।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version