তিরুপতি মন্দিরে টিকিট কাটার ভিড়, বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মৃত ৬!

বুধের সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহের সময় চরম বিশৃঙ্খলা। ভক্তদের ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন জখম হয়েছে বলে খবর। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষী এবং উপস্থিত ভক্তরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিরুমালা তিরুপতি ট্রাস্টের চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি।

সূত্রের খবর, তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। তাই ৮ জানুয়ারির (বুধবার) সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। সন্ধ্যা নাগাদ বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির সময় গণ্ডগোলের জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পুণ্যার্থীরা। এদিকে, দুর্ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের অপদার্থতার ছবিটাই উঠে আসছে। আহতদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী নায়ডু।