Saturday, May 3, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে এক ধাপ এগোল রাজ্য, শীঘ্রই শুরু কাজ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী কর্মসূচি ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্রীয় বঞ্চনার পরেও রাজ্যের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান সফলভাবে বাস্তবায়িত করার জন্য আঁটঘাট বেঁধে কাজ চলছে। আর এই ক্ষেত্রে সফলতার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া হল মেদিনীপুরে জরুরি বৈঠক করে। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে চাই জমি। শুধুমাত্র সরকারি জমিই যথেষ্ট নয়। ব্যক্তিগত মালিকাধীন জমিও লাগবে এই প্ল্যান রূপায়ণের জন্য। সেই জমি পেতে যাতে কোনওরকম সমস্যা না হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রকল্পের জন্য গঠিত জমি পারচেজ কমিটি। মঙ্গলবার বিকেলে মেদিনীপুরে জমি সংক্রান্ত প্রথম বৈঠকে বসে এই কমিটি। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল জোর করে কারও জমি নেওয়া যাবে না। জমির মালিকদের সঙ্গে আলোচনার পর তাঁর সম্মতি নিয়েই জায়গা অধিগ্রহণ করবে প্রশাসন।

রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। জেলা প্রশাসন সূত্রে খবর, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে এই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে গেলে অনেক জমি চাই। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকারের বিভিন্ন দফতরের নিয়ন্ত্রণে থাকা জমি প্রথমে সেচ দফতরকে হস্তান্তর করা হবে। কারণ সেচ দফতরের তত্ত্বাবধানেই গড়ে উঠবে ঘাটাল মাস্টার প্ল্যান। এরপর যে রায়ত জমি লাগবে সে ক্ষেত্রে জমির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হবে। বৈঠকের পর জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, ঘাটাল এবং তার পার্শ্ববর্তী এলাকাকে বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যানটি দ্রুত রূপায়িত হোক। তাই সমস্ত ধরনের প্রক্রিয়া চলছে দ্রুততার সঙ্গে। সরকারি জমি রয়েছে। তবে রায়তি জমিও কিনতে হবে। পারচেজ কমিটির বৈঠকে ঠিক হয়েছে, নিয়ম মেনে সব পদক্ষেপ করা হবে। কার্যত এই বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য।

আরও পড়ুন- প্রয়াত কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক প্রীতিশ নন্দী

_

_

_

_

_

_

_

_

_

spot_img
spot_img

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...