Wednesday, December 17, 2025

শপথের আগে বিপাকে ট্রাম্প, সাজা ঘোষণায় স্থগিতাদেশ নয় জানালো শীর্ষ আদালত

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট (US Presidential oath) হিসাবে অফিসিয়াল দায়িত্ব গ্রহণের আর মাত্র ১০ দিন বাকি। কিন্তু তার আগেই সে দেশের সর্বোচ্চ আদালতে জোর ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পর্নতারকা ঘুষ কাণ্ডে কিছুতেই নিজের সাজা আটকাতে পারলেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে (Stormy Daniels) ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত তা খারিজ করে দিল।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election) সময় পর্নতারকা স্টর্মিকে (Stormy Daniels) ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। কোনভাবেই যাতে তাঁদের শারীরিক সম্পর্কের কথা বাইরে না আসে, সেই জন্যই এই অর্থ দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল ওই মহিলাকে। এমনকি ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন বলেও অভিযোগ ওঠে। এরপর ‘রাজনৈতিক চক্রান্তের’ অভিযোগ তুলে গোটা বিষয়টিকে অস্বীকার করে ট্রাম্প শিবির। কিন্তু মামলা এজলাসে উঠলে ম্যানহাটনের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। যদিও সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্যও আবেদন জানিয়েছিলেন হবু প্রেসিডেন্ট। যুক্তি হিসেবে, তাঁর আইনজীবীরা আমেরিকার প্রেসিডেন্টদের ‘অফিশিয়াল’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বললেও এক্ষেত্রে তা স্পষ্ট নয় বলে শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আইনজীবীরা ২০ জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। যদিও ট্রাম্পের জেলে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, তবে বড়সড়ো আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...