Thursday, August 21, 2025

BJP-র প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিয়ে চক্ষুচড়কগাছ আয়কর দফতরের, পুকুরে ওগুলি কী!

Date:

আয়কর (Income Tax) হানায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের বাড়িতে মেলে বিপুল অর্থ, সোনা-রূপো, হিরে-জহরত, দামী গয়না, দামী মোবাইল বা ঘড়ি। তা বলে বাড়ির ভিতর পোষা কুমির! মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা নিয়ে চক্ষুচড়কগাছ আয়কর দফতরের। একাধিক ঠিকানায় হানা দিয়ে একাধিক সোনা ও হীরের গয়না, টাকা, দামী গাড়ি, বেআইনি সম্পত্তির পাশাপাশি মিলেছে তিনটি পোষা কুমির (Crocodile)। শাসকদলের নেতা এই বেআইনি কাজ নিয়ে তীব্র সমালোচনা বিরোধীদের।
আরও খবর: ব্যাঙ্কিং পরিষেবায় অতিরিক্ত চাপ! দুদিনের ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারীদের

৫ জানুয়ারি সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি (BJP) কর্পোরেটর রাজেশ কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। হর্ষবংশের সাগর জেলার একটি বাংলোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি কুমির। সাগর জেলার প্রবীণ বিজেপি (BJP) নেতা হর্ষবংশ ২০১৩-য় বিধানসভা নির্বাচনে বিধায়ক হন। তাঁর বাবা হরনাম সিং রাঠোরও মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের মন্ত্রী ছিলেন। প্রভাবশালী এই ব্যবসায়ীর বাড়িতেই মিলেছে তিন-তিনটি কুমির।

নিজের বাংলোর একটি পুকুরে ওই কুমিরগুলো পোষ্য হিসেবে রেখে ছিলেন হর্ষবংশ। ভারতীয় আইনে এই ধরনের প্রাণী পোষা নিষিদ্ধ। তার পরেও কীভাবে একজন শাসকদলের নেতা হলেও. বাড়িতে কুমির পুষছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক- তা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে এই কুমির পোষার পিছনে অন্য কোনও উদ্দেশ ছিল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version