ভুয়ো বোমাতঙ্ক ছড়াতে ২৩ বার হুমকি মেল! গ্রেফতার দ্বাদশ শ্রেণীর পড়ুয়া

পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য এবার হুমকি মেল পাঠিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা। রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্ক (Bomb threat in Delhi Schools) তৈরি করতে একবার-দুবার নয় ২৩ বার মেল পাঠানোর অভিযোগ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

গত কয়েক মাস ধরে বারবার দিল্লিতে স্কুলে বোমাতঙ্কের খবরের শিরোনামে উঠে এসেছে। নতুন বছরেও সেই একই ঘটনা। বৃহস্পতিবারও রাজধানীর ১০টি স্কুলে বোমা রয়েছে বলে ভুয়ো খবর ছড়ায়। এদিনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্তত তিনটি স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছে সেখানকার পড়ুয়ারা। তারপরেই আটক করা হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে। জেরার মুখে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। পড়াশুনা প্রস্তুতি ঠিকমতো হয়নি। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যই এমন কাণ্ড বলে আজব দাবি তাঁর।