বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) স্ত্রী ও প্রসূতি বিভাগে মাঝের বেসমেন্টে আগুন আতঙ্ক। জানা গেছে ওই জায়গায় জমে থাকা আর্বজনার স্তুপ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিজনেরা। বড় দুর্ঘটনা ঘটার আগেই হাসপাতালের কর্মীরা সে আগুন নিভিয়ে ফেলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে। আবর্জনা স্তুপে আগুন লাগার খবরে আতঙ্কে রোগীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। হতাহতের কোনও খবর নেই। এই প্রসঙ্গে সুপার তাপস ঘোষ (Tapas Ghosh)জানান, ডেলিভার ওয়ার্ডের একদম নীচে সিঁড়িতে ওঠার মুখে রোগীর বাড়ি লোকেরা দাঁড়িয়ে বা বসে থাকেন। একটা জায়গায় প্লাস্টিক জড়ো হয়ে গিয়েছিল। সেখানে জ্বলন্ত বিড়ি ফেলার ফলে আগুন লেগে যায়। সামনে ইলেক্ট্রিকের তার থাকায় অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত হাসপাতালের কর্মীরাই সেই আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের কোনও পরিষেবা ব্যাহত হয়নি।
–
–
–
–
–
–
–
–