Sunday, November 2, 2025

ডার্বির পারদ চড়ছে, ম্যাচ নিয়ে সিরিয়াস দুই দলের কোচই

Date:

Share post:

ডার্বির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শনিবার, ১১ জানুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হবে। এই ম্যাচ শুরুর আগে দুই শিবিরেই উত্তেজনা চরমে।অনেকেই বলতে শুরু করেছেন, এবারের ডার্বিতে দুই অসম শক্তির লড়াই হতে চলেছে। কেননা লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে, ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই পরিস্থিতিতে শক্তির বিচারে মেরিনার্সরা কিছুটা হলেও এগিয়ে। কিন্তু, সবুজ-মেরুন ব্রিগেডের কোচ হোসে মলিনা কিন্তু সেকথা মানতে নারাজ।

সবুজ-মেরুন কোচ বলেছেন, এই ম্যাচটা জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এই ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটাই করতে চাই। আশা করছি, আমরা সেই লক্ষ্যপূরণ করতে পারব। তার থেকেও বড় কথা, সমর্থকদের একটা ভাল ম্যাচ উপহার দিতে পারব। তবে নিশ্চিতভাবে বলতে পারি, এই ম্যাচটা আমাদের জন্য একেবারেই সহজ হবে না।আসলে গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না। সেকারণে কলকাতার সমর্থকদের যে মোহনবাগান কোচ মিস করবেন, তা জানিয়েও দিলেন। মলিনার কথায়, ‘আমরা অবশ্যই সমর্থকদের মিস করব। আশা করছি, কিছু সমর্থক হয়ত আমাদের সমর্থন করতে আসবেন। আমি জানি, এই ম্যাচটা সমর্থকদের কাছেও কতটা গুরুত্বপূর্ণ। ওদের জন্যই এই ম্যাচটা জিততে চাই।

কোনও দলকেই এগিয়ে রাখতে রাজি নন ইস্টবেঙ্গল এফসির (East Bengal) স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। তবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) যে তাদের চেয়ে ভাল ফর্মে রয়েছে, এই সত্যিটা স্বীকার করতে দ্বিধা নেই তাঁর। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের আটকাতে যা যা করণীয়, তা সবই করার চেষ্টা করবেন বলে জানিয়ে দিলেন তিনি।খাদের কিনারা থেকে দলকে টেনে নিয়ে এলেও যে জায়গায় তাদের তুলে আনতে পারবেন বলে আশা করেছিলেন, তা পারেননি। কিন্তু দলের পারফরম্যান্স ও আত্মবিশ্বাসের স্তর যে আগের চেয়ে অনেক উন্নতি করেছ, এই নিয়ে কোনও সন্দেহ নেই তার।

তার দলের নতুন সমস্যা চোট-আঘাত। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়রা অনেকেই চোট পেয়ে মাঠের বাইরে। ফলে মাঠে দলটাও মনের মতো করে সাজাতে পারছেন না তিনি। এই অবস্থায় শনিবারের ডার্বি।অস্কার বলেন, আমার কোচিং জীবনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এসেছে। শনিবারের ম্যাচটা তার মধ্যে অবশ্যই অন্যতম। তবে কঠিনতম নয়। এটা ঠিকই যে, মোহনবাগান অনেক ভাল ফর্মে থাকা দল। হয়তো এই ম্যাচে তাদের সফল হওয়ার সুযোগই বেশি। তবে ওদের থামানোর জন্য যা যা করা দরকার, সবই করব আমরা’।

সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ বলেন, ভাল পরিকল্পনা ও কৌশল তৈরি করছি আমরা। আবেগ ঝেড়ে ফেলে আমাদের ফুটবলে মনোনিবেশ করতে হবে। আত্মবিশ্বাস ও নিজেদের মধ্যে বোঝাপড়া এখানে বেশি জরুরি। সবচেয়ে জরুরি ছোটখাটো ভুল না করা।

spot_img

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...