Sunday, November 9, 2025

তৃণমূল কাউন্সিলরকে খুন করে বাংলার পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যে বেশিদিন সম্ভব হবে না, তা আন্দাজ করেই বারবার ডেরা বদল দুই মূল অভিযুক্তের। তবে রাজ্যের পুলিশও কৃষ্ণ রজক ও বাবলু যাদবকে ধরতে নতুন পথে। শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ (cyber expert) দল।

তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (councillor) বাবলা সরকার খুনকান্ডে শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ দল। আর এই দলের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী। তিনি বাবলা সরকার খুনকান্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ হয়েছে তা ম্যাজিস্ট্রেটের (magistrate) সামনে পরীক্ষা করেন। ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে কে ফোন করেছে সেই সমস্ত তথ্য পেশ করেন। ধৃতদের মোবাইলের সমস্ত কথোপকথন (mobile chat) খতিয়ে দেখেন। কারণ এই মামলায় মোবাইলের চ্যাট অন্যতম প্রমাণ। এমনকি তাদের ধরতেও পথ দিতে পারে এই মোবাইলের (mobile) তথ্যই।

ইতিমধ্যেই পলাতক দুই অভিযুক্তের লোকেশন (location) ধরে খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য পলাতক দুই অভিযুক্তের লোকেশন অতি দ্রুত পাল্টাচ্ছে বলে জানা গিয়েছে। কখনো নেপাল (Nepal) কখনো উত্তরপ্রদেশ (Uttarpradesh) কখনো বিহার (Bihar)। পুলিশকে বিভ্রান্ত করতে বারবার জায়গা বদল করছে বলে অনুমান পুলিশের। ২ জানুয়ারি মালদহ শহরের মহানন্দাপল্লী এলাকায় প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্ত নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণ রজক ও বাবলু যাদব এখনও পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টায় ইতিমধ্যেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version