Monday, August 25, 2025

তৃণমূল কাউন্সিলরকে খুন করে বাংলার পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যে বেশিদিন সম্ভব হবে না, তা আন্দাজ করেই বারবার ডেরা বদল দুই মূল অভিযুক্তের। তবে রাজ্যের পুলিশও কৃষ্ণ রজক ও বাবলু যাদবকে ধরতে নতুন পথে। শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ (cyber expert) দল।

তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (councillor) বাবলা সরকার খুনকান্ডে শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ দল। আর এই দলের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী। তিনি বাবলা সরকার খুনকান্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ হয়েছে তা ম্যাজিস্ট্রেটের (magistrate) সামনে পরীক্ষা করেন। ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে কে ফোন করেছে সেই সমস্ত তথ্য পেশ করেন। ধৃতদের মোবাইলের সমস্ত কথোপকথন (mobile chat) খতিয়ে দেখেন। কারণ এই মামলায় মোবাইলের চ্যাট অন্যতম প্রমাণ। এমনকি তাদের ধরতেও পথ দিতে পারে এই মোবাইলের (mobile) তথ্যই।

ইতিমধ্যেই পলাতক দুই অভিযুক্তের লোকেশন (location) ধরে খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য পলাতক দুই অভিযুক্তের লোকেশন অতি দ্রুত পাল্টাচ্ছে বলে জানা গিয়েছে। কখনো নেপাল (Nepal) কখনো উত্তরপ্রদেশ (Uttarpradesh) কখনো বিহার (Bihar)। পুলিশকে বিভ্রান্ত করতে বারবার জায়গা বদল করছে বলে অনুমান পুলিশের। ২ জানুয়ারি মালদহ শহরের মহানন্দাপল্লী এলাকায় প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্ত নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণ রজক ও বাবলু যাদব এখনও পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টায় ইতিমধ্যেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version