Sunday, May 4, 2025

‘আবগারি নীতির জেরে ক্ষতি ২০২৬ কোটি’! সিএজি রিপোর্টে আপ শিবিরের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বিজেপির

Date:

দিল্লিতে ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠে আম আদমি পার্টির বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে বিজেপি৷ এবার দিল্লি ভোটের মাত্র তিন সপ্তাহ আগে রাজধানীর ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে সিএজি রিপোর্ট৷ এই সিএজি রিপোর্ট ঘিরে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে দিল্লিতে।

মোদি সরকারের অধীনস্থ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি-র তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারের আবগারি নীতির জন্য সরকারি কোষাগারের ২০২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে৷ আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ৷ তার আগেই যেভাবে এই রিপোর্ট সামনে এসেছে এবং বিজেপির নেতারা চিত্‍কার শুরু করেছেন, তাতে তাদের ষড়যন্ত্রকারী অভিসন্ধিই স্পষ্ট হয়েছে বলে আম আদমি পার্টির সূত্রে শনিবার দাবি জানানো হয়েছে৷

তবে এই রিপোর্টকে কার্যত তুলোধোনা করেছে আপ শিবির৷ দলের বর্ষীয়ান সাংসদ সঞ্জয় সিং-র প্রশ্ন, এতদিন সিএজি রিপোর্ট প্রকাশিত হয়নি কেন ? দিল্লি ভোটের আগে এই রিপোর্ট এল কোথা থেকে ? আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রিপোর্টকে সুকৌশলে সামনে আনা হচ্ছে৷ আমাদের প্রশ্ন, এই রিপোর্ট কি বিজেপির অফিসে তৈরি হয়েছে ? তা না হলে বিজেপির নেতারা এই রিপোর্ট নিয়ে এত লাফালাফি করছেন কেন ? দিল্লি বিধানসভায় যে রিপোর্ট পেশ করা হয়নি, তা নিয়ে এত প্রশ্ন তোলার কি অর্থ ?

এর পাশাপাশি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে, ফের অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি৷ শনিবার এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে বর্ষীয়ান আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, বিজেপি কত বড় দুর্নীতিগ্রস্ত দল এবং দিল্লির ভোটার তালিকা নিয়ে তারা কিভাবে কারচুপি করছে তার প্রমাণ মিলছে সহজেই৷ লোকসভা ভোটের আগে বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ পরবেশ ভার্মার সরকারি আবাসে মাত্র চারজন ভোটার ছিল৷ এখন এই ঠিকানায় ৩৩ জন ভোটারের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে৷ লেডি হার্ডিঞ্জ কলেজের স্টাফ কোয়ার্টারে তখন মাত্র ৫টি ভোট থাকলেও এখন সেখানে ৪৪টি ভোট সংযুক্ত করণের আবেদন করা হয়েছে৷

আরও পড়ুন- ‘বিকাশ-বাধা’ কাটুক ১৬ তারিখেই: আদালতকে আবেদন চাকরিপ্রার্থী ও রাজ্যের

_

_

_

_

_

_

_

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version