Thursday, August 21, 2025

‘বিকাশ-বাধা’ কাটুক ১৬ তারিখেই: আদালতকে আবেদন চাকরিপ্রার্থী ও রাজ্যের

Date:

রাজ্যে চাকরিপ্রার্থী যুব সম্প্রদায়ের জন্য একদিকে রাজ্য সরকার নানা পথ খুলে চলেছে। উল্টোদিকে সরকারি চাকরির সুবিধা থেকেই যাতে রাজ্যের চাকরিপ্রার্থীরা বঞ্চিত থাকে, তার ব্যবস্থা করে চলেছে বিরোধীরা, বিশেষত বামেরা। বাম সাংসদ বিকাশ ভট্টাচার্যের (Bikash Bhattacharya) দায়ের করা মামলায় ফের একবার আটকে গিয়েছেন এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। আগামী ১৬ জানুয়ারি সেই মামলার জট খুলে যাতে নিজেদের ন্যায্য কাজে যোগ দিতে পারেন তাঁরা, সেই আবেদনই তাঁরা জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে। তাঁদের পাশে দাঁড়িয়ে একই আবেদন রাজ্যের শাসকদলেরও।

পরবর্তী শুনানির (hearing) দিনই এসএলএসটি (SLST) শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের কাজে যোগদানের অনুমতি দিন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court), আবেদন চাকরিপ্রার্থীদের। শনিবার কর্মপ্রার্থীরা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করতে যান। বৈঠকের পরে দুপক্ষের তরফেই আদালতের কাছে এই অনুরোধ জানানো হয়েছে। কর্মপ্রার্থীরা সাংবাদিকদের জানান, তাঁরা সবাই যোগ্য। এই প্যানেল নিয়ে কোনো সিবিআই (CBI) নেই। রাজ্য সরকার তাঁদের স্কুল চিহ্নিতকরণের চিঠিও দিয়েছে। কিন্তু এক অযোগ্য প্রার্থীর হয়ে মামলা করে বিকাশ ভট্টাচার্যরা তাঁদের নিয়োগে বাধা দিয়েছেন। নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আদালতের দীর্ঘ সময় ও মামলা লড়ার খরচ নষ্ট হচ্ছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এদিন বৈঠকের পরে কুণাল বলেন,”মুখ্যমন্ত্রীর (Chief Minister) হস্তক্ষেপে এদের নিয়োগের জট খুলেছিল। এখন মামলা করে আটকানো হয়েছে। শিক্ষামন্ত্রীও জট খোলার উদ্যোগ নিয়েছেন। আইনিভাবে আদালতকে যা জানানোর, সরকার জানিয়েছেন।” যদিও বিষয়টা যে বিচারপতির সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তাও কুণাল কর্মপ্রার্থীদের মনে করিয়ে দেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version