Sunday, May 4, 2025

বিপর্যয় বিজেপির! এবার নন্দীগ্রামের টাকাপুরা সমবায় এল তৃণমূলের হাতে

Date:

নন্দীগ্রামে সমবায়ে বোর্ড গঠনে বড়সড় বিপর্যয় বিজেপির। বিজেপি ও তৃণমূল সমান আসনে সমবায়ে জয় লাভ করলেও শেষমেশ সমবায় বোর্ড গড়ল তৃণমূলই। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসের শুরুতে নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন হয়। সেখানে বিজেপির সাথে জোর টক্কর দেয় তৃণমূল। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৪৪টি। যার মধ্যে বিজেপির সাথে টক্কর দিয়ে সমবায়ের বাইশটি আসনে জয় লাভ করে তৃণমূল। ফলে সমান-সমান আসনে ড্র হয়ে যায় নির্বাচনে। তবে প্রথম থেকেই এই সমবায়ে তৃণমূলই বোর্ড গঠন করবে এমনটা দাবি করে এসেছিলেন তৃণমূলের নেতৃত্বরা। সেইমতো শনিবার নন্দীগ্রামের ওই সমবায়ের বোর্ড গঠনে বিজেপিকে টেক্কা দিয়ে বোর্ড গঠন করলেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা।

তৃণমূলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল বোর্ড গঠনে অফিস বেয়ারা ও সরকারি নমিনিরা অংশ নেবেন। তাই তাঁরা তৃণমূলকে ভোট দেবেন। সেই মতো শনিবার বোর্ড গঠনে বড়সড় সাফল্য পেল তৃণমূল। এই সমবায়ের বোর্ড মেম্বার সংখ্যা ১২। সেখানে দেখা যায় পাঁচটি আসনে বিজেপির মেম্বাররা এবং ৬টি আসনে তৃণমূলের মেম্বাররা বোর্ডে আগে থেকেই স্থান পায়। বাকি একটি আসনের জন্য শনিবার নির্বাচন হয়। সেখানেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়ে ২৫টি এবং বিজেপির ২৫-এর পক্ষে ভোট পড়ে ১৯টি। যা থেকে স্পষ্ট বিজেপির নির্বাচিত কোনও তিনজন ভোট দিয়েছেন তৃণমূলের দিকে। শনিবার তৃণমূলের বোর্ড গঠনের খবর ছড়িয়ে পড়তেই কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন এলাকায়। আমদাবাদ ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ শাসমল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে এখান থেকে চক্রান্ত করে হারানো হয়েছে। তবে এই সমবায় ভোটে মানুষ তার পাল্টা জবাব দিয়েছে। এই সাফল্য আমরা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করলাম।

উল্লেখ্য, এই সমবায় আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যা একটুর জন্য বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল। ফলে বিজেপির গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বোর্ড গঠনে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক শিবির। শনিবার বোর্ড গঠন ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল জানা জানিয়েছেন, এর থেকে প্রমাণিত হল মানুষ আমাদের সাথে আছে। মানুষকে মিথ্যে ভাঁওতা দিয়ে বেশিদিন চলে না। আগামী দিনে নন্দীগ্রাম থেকে বিজেপির শূন্য হয়ে যাবে।

আরও পড়ুন- ‘বিকাশ-বাধা’ কাটুক ১৬ তারিখেই: আদালতকে আবেদন চাকরিপ্রার্থী ও রাজ্যের

_

_

_

_

_

_

_

_

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version