লোকাল ট্রেনের পর এবার মেট্রো ট্র্যাকেও ইন্টারলকিংয়ের কাজ। আগামী রবিবার (১২ জানুয়ারি) এবং ১৯ জানুয়ারি সম্পূর্ণ রূপে বন্ধ থাকতে চলেছি গ্রিন লাইন মেট্রো পরিষেবা (Green Line Metro)। অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রো যাতায়াত হবেনা আগামী দুই রবিবার। পিকনিকের মরসুমে এই খবরে কিছুটা মন খারাপ বাঙালির। যদিও রবিবার অফিসের ভিড় না থাকার কারণে মেট্রো বন্ধর প্রভাব খুব একটা বেশি পড়বে না বলেই মনে করছে কর্তৃপক্ষ (Kolkata Metro)।
কলকাতা মেট্রো তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো পরিষেবা চালানোর জন্য ট্রায়াল রান করার প্রয়োজন আছে। সেই দিকটা খতিয়ে দেখা হবে। তাছাড়া সম্পূর্ণ লাইনে ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা।
–
–
–
–
–
–
–
–