Saturday, August 23, 2025

হরিয়ানার রাস্তা দেখিয়ে দিল্লিতে প্রচার! বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রচারে আপ

Date:

Share post:

দিল্লিতে আপ (AAP) জমানায় অনুন্নয়ন দেখাতে গিয়ে হরিয়ানার ভিডিও পেশ বিজেপির(BJP)। লজ্জাজনক এমন অনেক প্রচার বিজেপি লোকসভা নির্বাচনের আগেও চালিয়েছে। ফলে সতর্ক ছিল দিল্লির শাসকদল আপ। এবার বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ আপ। দায়ের করা হল অভিযোগ। অন্যদিকে নির্বাচনী প্রচারে তুলে ধরা হল বিজেপির সেই সব প্রার্থীদের নাম যাঁরা ঘৃণাভাসনের জন্য কুখ্যাত।

বিজেপির সোশ্যাল মিডিয়ায় ৬ জানুয়ারি একটি ভিডিও শেয়ার করে আপ-কে (AAP) বদনাম করার চেষ্টা করা হয়। দেখানো হয় আপের আমলে কীভাবে অনুন্নয়নের শিকার দিল্লির মানুষ। এরপরই আপের (AAP) পক্ষ থেকে তুলে ধরা হয়, কীভাবে হরিয়ানার (Haryana) ভিডিও দিয়ে তাঁদের কলঙ্কিত করা হয়েছে। দিল্লি নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।

প্রথম দফার প্রার্থী তালিকাতেই বিজেপি দিল্লিতে প্রার্থী করেছে ঘৃণা ভাষণের (hate speach) দায়ে অভিযুক্ত দুই প্রাক্তন সাংসদ রমেশ বিধুরী এবং পরবেশ ভার্মাকে৷ গতবছরের লোকসভা নির্বাচনে দল এদের দিল্লিতে প্রার্থী করেনি৷ কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই সময়ে ভয় পেয়েছিল যে, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে কোনও দুটিতে এই দুজনকে প্রার্থী করা হলে জনরোষে উলটো ফল হতে পারে৷ সেই জায়গা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে এবার আম আদমি পার্টিকে (AAP) হারানোর লক্ষ্যেই বিজেপি ঘৃণা ভাষণে অভিযুক্ত রমেশ বিধুরী ও পরবেশ ভার্মাকে প্রার্থী করেছে, দাবি দলীয় সূত্রের৷ এই তালিকাতেই নবতম সংযোজন কপিল মিশ্র৷ ২০২০ সালে উত্তর পূর্ব দিল্লির ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দেওয়ার ক্ষেত্রে অন্যতম অভিযুক্ত এই বিজেপি নেতা৷

কেন্দ্রের শাসক দলের এই মনোভাবে স্পষ্ট, দিল্লির মসনদ থেকে আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এবার মরিয়া হয়ে কুখ্যাত নেতাদের উপরেই ভরসা করছে গেরুয়া শিবির৷ আম আদমি পার্টিকে রুখতে বিজেপির এই নির্লজ্জ রাজনীতি সফল হবে না, দিল্লির আম নাগরিকরা এর যোগ্য জবাব দেবেন, রবিবার আরও একবার দাবি জানানো হয়েছে আপ শিবিরের তরফে৷

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...