Sunday, November 9, 2025

কলকাতা কাউন্সিলর শুটআউটের মাস্টারমাইন্ড গ্রেফতার, জমি বিবাদই ইস্যু!

Date:

জমি বিবাদের জেরে পাঁচ মাসে তিনবার কলকাতা পুরসভার কাউন্সিলর (Kolkata municipal corporation councillor) সুশান্ত ঘোষকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার চেষ্টা। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের জালে হামলার মূলচক্রী। বিদেশে পালিয়েও শেষ রক্ষা হল না। দেশে ফিরতেই অভিযুক্ত আদিল হোসেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata police)। জমি সংক্রান্ত বিবাদ থেকেই সুশান্তকে খুনের চেষ্টা করেছিল আদিল, এমনটা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি এবার থেকে কলকাতার কাউন্সিলরদের যোগাযোগে থাকা ব্যক্তিদের উপর নজরদারি চালাবে কলকাতা পুলিশ, নিরাপত্তা বিধানে এমন পদক্ষেপ নেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

বিহার (Bihar) থেকে একাধিকবার চেষ্টার পরে কলকাতায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্র করে দুষ্কৃতীরা। বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য আদিল বিহারেই খুনের বরাত দেওয়া থেকে গোটা হামলার পরিকল্পনা করেছিল। বিহারের বাসিন্দা হলেও কলকাতায় জমির সন্ধানে দাদাগিরি করার পরিকল্পনা ছিল আদিলের। সেই পরিকল্পনা আটকে যায় কাউন্সিলরের কারণে। আক্রোশ মেটাতেই খুনে উদ্যত হয় আদিল, অনুমান পুলিশের।

খুনের চেষ্টার পরেই স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় এক শুটার (shooter)। সেখান থেকেই জট খুলতে থাকে কলকাতা পুলিশ (Kolkata Police)। এরপরই উঠে আসে আদিল হোসেনের নাম। কিন্তু পুলিশি তদন্ত উঠে আসে ঘটনার পরপরই আবু ধাবি পালিয়ে যায় সে। তবে কলকাতা পুলিশের তৎপরতায় বিদেশ থেকে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version