Saturday, August 23, 2025

রেফারিং বিতর্কে ইস্টবেঙ্গলকে পাল্টা জবাব বাগান কোচ মোলিনার

Date:

কলকাতার ডার্বি সরেছিল গুয়াহাটিতে, যদিও তাতে ইস্টবেঙ্গলের (EBFC)ভাগ্য বদল হয়নি। ফলাফলেও সেই চেনা ট্র্যাডিশন। আইএসএলের (ISL) ডার্বিতে আরও একবার মোহনবাগানের (MBSG) কাছে হারতে হয়েছে লাল হলুদকে। এরপরই শুরু হয়েছে রেফারিং বিতর্ক। খেলা শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) কোনও রাখঢাক না করেই বলেন, ‘আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান সুবিধে পেয়েই যাচ্ছে।’পাশাপাশি সৌভিকের দুটো হলুদ কার্ড নিয়েও রেফারির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। মোহনবাগান সচিবের পর এবার পাল্টা জবাব দিলেন জয়ী টিমের কোচ মোলিনা (Jose Francisco Molina)। ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ম্যাচ হেরে অজুহাতে আশ্রয় খুজতে চাইছে অস্কারের দল।

কোচ বনাম কোচের জবাব পাল্টা জবাব এপিসোডটা শুরু হয়েছিল ডার্বি শেষের সাংবাদিক সম্মেলন থেকে। ব্রুজোর সাংবাদিক সম্মেলন শেষ হওয়া মাত্রই সাংবাদিক সম্মেলনে ঢুকে পড়েন মোহনবাগান কোচ মোলিনা। তিনি জবাব দেওয়ার জন্য মোটামুটি তৈরি ছিলেন ।রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্ব খুঁজে পাওয়ার প্রসঙ্গে স্পষ্ট জানালেন, “হেরে গেলে সবাই এরকম অজুহাত দেয়। নতুন কিছু না।’’। শনিবারের ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করেও ১-০ গোলে জিতেছে সবুজ-মেরুনরা। রেফারির দেওয়া ‘বিশেষ সুযোগ ‘ পেয়েই কি এই জয়? ইস্টবেঙ্গল কোচের অভিযোগ শুনে প্রথমে খানিকটা হেসেছিলেন জোসে। তারপর বলেন, “আপুইয়ার যে পেনাল্টির কথা বলা হচ্ছে, ওই সময় কাছাকাছি জায়গায় আমি ছিলাম। অথচ আমি কিছুই দেখতে পাইনি। উনি (অস্কার) আমার থেকে অনেকটা দূরে ছিলেন। কাছে থেকে আমি দেখতে পেলাম না। দূরে থেকে কীভাবে উনি দেখে ফেললেন?”। অর্থাৎ ইস্টবেঙ্গলের ইটের জবাব পাটকেল দিয়ে দিল মোহনবাগান, ট্রেন্ড চলল মাঠের বাইরেও।

 

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version