রবিবাসরীয় সকালে বাঘের আতঙ্কে ঘুম উড়ল কুলতলির মৈপীঠ (Maipith, Kultali) এলাকার বাসিন্দাদের। এদিন পঞ্চারঘাট এলাকায় ডোরাকাটার পায়ের ছাপ দেখে স্থানীয়দের অনুমান ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে বাঘ। খবর পাওয়া মাত্রই বনদফতরের (Forest Department) তরফে জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজ শুরু হয়েছে।

গত কয়েকদিনে যেভাবে কুলতলিতে বাঘের আনাগোনা বেড়েছে তাতে লোকালয় লাগোয়া অঞ্চলকে কাঁটাতার দিয়ে ঘেরার পরিকল্পনা করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে অনেকেই মনে করছেন যে এবার আর বাঘ একা নয় বরং একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)লোকালয়ের কাছাকাছি ঘোরাফেরা করছে। উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরের পর সুন্দরবনের নগেনাবাদে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। এবার ফের মৈপীঠে দক্ষিণরায়ের পায়ের ছাপ দেখে চিন্তায় এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন আধিকারিক (DFO) নিশা গোস্বামী জানিয়েছেন যে , ইতিমধ্যেই প্রায় এক কিলোমিটার জায়গা ঘেরা হয়েছে। বাঘ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

–

–

–
–

–

–

–

–


–
