Friday, August 22, 2025

ফের রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, ক্রীড়ামন্ত্রকে অভিযোগ করতে চলেছে লাল-হলুদ

Date:

ফের রেফারিং নিয়ে সরব হল ইস্টবেঙ্গল। আইএসএল-এর ফিরতি ডার্বিতে রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হয়েছে লাল-হলুদ। এই নিয়ে এদিন সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএলে লাল-হলুদের প্রতি অবিচার করা হচ্ছে। খারাপ রেফারিং। চিঠির পর চিঠি দিয়ে সুরাহা না হওয়ায় এবার ক্রীড়ামন্ত্রকে অভিযোগ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ক্লাবের প্রতি অবিচার নিয়ে সরব হন তিন শীর্ষকর্তা দেবব্রত সরকার, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায়।

বিভিন্ন ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ক্লিপিংস দেখিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য, ‘‘ফেডারেশন এতটাই অযোগ্য এবং দুর্বল যে, দেশের ফুটবলকে একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। দেশের প্রধান লিগ প্রাইভেট কোম্পানি নিয়ন্ত্রণ করছে। যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের সুযোগ-সুবিধা প্রদান করছে। এভাবেই ভারতীয় ফুটবলকে তারা ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছে।”

ক্ষুব্ধ লাল-হলুদ শীর্ষকর্তারা আরও বলেন, ‘‘আইএসএল কর্তৃপক্ষ সম্ভবত ‘ওয়ান সিটি ওয়ান টিম’ নীতি আঁকড়ে থাকতে চাইছে। তাই ইস্টবেঙ্গলের প্রতি নানাভাবে অবিচার হচ্ছে। রেফারি কমিটির প্রধানের মুখে ডার্বিতে হ্যান্ডবল নিয়ে হাস্যকর যুক্তি শুনে মনে হচ্ছে, ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এই অনাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষদিন পর্যন্ত লড়াই করবে। আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি তুলে ধরব এবং তাঁর হস্তক্ষেপের দাবি জানাব।”

এদিকে ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর গলায়। তিনি বলেন, ‘‘ওরা মাধ্যমিক পাশ না করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। আইএসএলের পারফরম্যান্সে হতাশ হওয়াটা স্বাভাবিক। বাইচুং ভুটিয়া আগেই বলেছিল, আই লিগ খেলে তৈরি হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের।”

মঙ্গলবার থেকেই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফরোয়ার্ড রিচার্ড সেলিস অনুশীলনে নামেন। অনুশীলনে নজর কাড়েন নতুন বিদেশি। গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন। আনোয়ার আলি এখনও ফিট নন। আনোয়ারের পাশাপাশি এদিন অনুশীলন করেননি হিজাজি, হেক্টরও।

আরও পড়ুন- খারাপ ফর্ম কাটিয়ে উঠতে রোহিতের পর এবার ঘোরোয়া ক্রিকেটে বিরাট-পন্থ

 

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version