Wednesday, May 7, 2025

ফের রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, ক্রীড়ামন্ত্রকে অভিযোগ করতে চলেছে লাল-হলুদ

Date:

ফের রেফারিং নিয়ে সরব হল ইস্টবেঙ্গল। আইএসএল-এর ফিরতি ডার্বিতে রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হয়েছে লাল-হলুদ। এই নিয়ে এদিন সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএলে লাল-হলুদের প্রতি অবিচার করা হচ্ছে। খারাপ রেফারিং। চিঠির পর চিঠি দিয়ে সুরাহা না হওয়ায় এবার ক্রীড়ামন্ত্রকে অভিযোগ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ক্লাবের প্রতি অবিচার নিয়ে সরব হন তিন শীর্ষকর্তা দেবব্রত সরকার, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায়।

বিভিন্ন ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ক্লিপিংস দেখিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য, ‘‘ফেডারেশন এতটাই অযোগ্য এবং দুর্বল যে, দেশের ফুটবলকে একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। দেশের প্রধান লিগ প্রাইভেট কোম্পানি নিয়ন্ত্রণ করছে। যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের সুযোগ-সুবিধা প্রদান করছে। এভাবেই ভারতীয় ফুটবলকে তারা ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছে।”

ক্ষুব্ধ লাল-হলুদ শীর্ষকর্তারা আরও বলেন, ‘‘আইএসএল কর্তৃপক্ষ সম্ভবত ‘ওয়ান সিটি ওয়ান টিম’ নীতি আঁকড়ে থাকতে চাইছে। তাই ইস্টবেঙ্গলের প্রতি নানাভাবে অবিচার হচ্ছে। রেফারি কমিটির প্রধানের মুখে ডার্বিতে হ্যান্ডবল নিয়ে হাস্যকর যুক্তি শুনে মনে হচ্ছে, ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এই অনাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষদিন পর্যন্ত লড়াই করবে। আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি তুলে ধরব এবং তাঁর হস্তক্ষেপের দাবি জানাব।”

এদিকে ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর গলায়। তিনি বলেন, ‘‘ওরা মাধ্যমিক পাশ না করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। আইএসএলের পারফরম্যান্সে হতাশ হওয়াটা স্বাভাবিক। বাইচুং ভুটিয়া আগেই বলেছিল, আই লিগ খেলে তৈরি হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের।”

মঙ্গলবার থেকেই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফরোয়ার্ড রিচার্ড সেলিস অনুশীলনে নামেন। অনুশীলনে নজর কাড়েন নতুন বিদেশি। গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন। আনোয়ার আলি এখনও ফিট নন। আনোয়ারের পাশাপাশি এদিন অনুশীলন করেননি হিজাজি, হেক্টরও।

আরও পড়ুন- খারাপ ফর্ম কাটিয়ে উঠতে রোহিতের পর এবার ঘোরোয়া ক্রিকেটে বিরাট-পন্থ

 

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version