Sunday, August 24, 2025

প্রয়াগের মহাকুম্ভে দুর্গাবন্দনার মন্ত্রোচ্চারণ, বেসরকারি টেন্টের অস্বাভাবিক ভাড়ায় মাথায় হাত পর্যটকদের

Date:

স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভে (Maha Kumbh Mela 2025 in Prayagraj) মহিষাসুরমর্দিনীর বন্দনায় মেতে উঠলেন দেশ-বিদেশের পর্যটকরা। মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নান, প্রয়াগরাজ থেকে হরিদ্বার সর্বত্রই ভক্ত সমাগমে মুখরিত মকর সংক্রান্তি তিথি। তবে নজর কাড়লো ত্রিবেণী সঙ্গমে বিদেশি পর্যটকদের গলায় দুর্গাবন্দনার মন্ত্র। যত সময় গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে প্রয়াগরাজে। সরকারি ব্যবস্থাপনায় তৈরি তাঁবুতে স্থান সংকুলানের আশঙ্কায় বেসরকারি টেন্ট ভাড়া নিতে গিয়ে মাথায় হাত পর্যটকদের।

চলতি বছরে ১৪৪ বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়েছে। কুর্ম পূরাণ অনুযায়ী ৪ টি কুম্ভ মর্ত্যে এবং শেষ আটটি স্বর্গে আয়োজিত হয়। এটাই প্রচলিত বিশ্বাস।কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ। স্বাধীন ভারতে এই প্রথম সেই বিরল যোগ এসেছে। তাই ধর্মীয় কারণে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। আজ পৌষ সংক্রান্তিতে প্রথম শাহি স্নান চলছে। মৌনী অমাবস্যায় (২৯ জানুয়ারি) দ্বিতীয় শাহি স্নান হবে। এরপর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহি স্নান রয়েছে। ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমায় রয়েছে স্নানের পবিত্র তিথি এবং সর্বশেষ দিনটি হল, ২৬ ফেব্রুয়ারি। নিয়ম অনুসারে মহাশিবরাত্রিতে শেষ শাহি স্নান করবেন পুণ্যার্থীরা। মঙ্গলের সকাল থেকে বিভিন্ন আখড়ায় একাধিক সাধু সন্তের জমায়েতের পাশাপাশি বিদেশি পর্যটকদের দেখা মিলেছে। ধর্মীয়আচার অনুষ্ঠান চলাকালীন শোনা গেল মহিষাসুরমর্দিনীর স্তোত্র উচ্চারণ। ভোর সাড়ে ৫টা নাগাদ প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভের ‘অমৃত স্নান’। সোশ্যাল মিডিয়ায় সেই স্নানের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তবে তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত টেন্টের ব্যবস্থা করার কথা প্রশাসনের তরফে বলা হলেও, ভিড়ের ঠেলায় সেখানে জায়গা না পাওয়ার আশঙ্কা করছেন অনেকে। যাঁরা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছেন তাঁদের কোনও সমস্যা না হলেও অনেকেই অফলাইনে বুক করতে গিয়ে থাকার জায়গা পাচ্ছেন না। এদিকে আবার বেসরকারি বিলাসবহুল টেন্টের ভাড়া শুনে চক্ষুচড়কগাছ পর্যটকদের। আধুনিক সুযোগ-সুবিদের সম্পান্ন এইসব প্রেমের ভাড়া প্রায় লক্ষাধিক টাকা। ‘ঝোপ বুঝে কোপ’ ব্যবসায়ীদের, মনে করছেন পুণ্যার্থীরা।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version