মকর সংক্রান্তিতে শুভকামনা মমতার, পিঠেপুলির সুবাসিত শুভেচ্ছা বার্তা পোস্ট অভিষেকের

পৌষ সংক্রান্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাস্ত্র এবং ধর্মীয় আচার অনুসারে মকর সংক্রান্তির একটা আলাদা তাৎপর্য রয়েছে। এদিন গঙ্গাস্নান এবং সূর্য দেবতার পুজোর বিশেষ মাহাত্ম্য প্রচারিত। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মকর সংক্রান্তি এবং পঙ্গাল (Pongal) তামিল ভাইবোনেদের উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মমতা। সংক্রান্তির দিনে বঙ্গজীবনে পিঠে পুলির এক বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


এদিন অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা! সূর্যের সোনালি রশ্মি উষ্ণতা ও সমৃদ্ধি বয়ে আনুক। পিঠে, পাটিসাপটা এবং নলেন গুড়ের সুঘ্রাণে সুবাসিত হয়ে উঠুক সকলের ঘর।’ এই পবিত্র দিন উদযাপনের মাধ্যমে ঐক্যতার বার্তা দেওয়ার পাশাপাশি শস্য-শ্যামলা আগামীর শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূল সাংসদ।