Friday, August 22, 2025

খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ফের ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ থাকেন হিটম্যান। শেষ রান না পাওয়ায় শেষ থেকে সড়ে দাঁড়ান তিনি। সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এরপরই টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে হুঁশিয়ারি দেন গৌতম গম্ভীর। দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেন দলের হেড কোচ। আর সেই মত এদিন মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দেন রোহিত। তবে রঞ্জিতে ভারত অধিনায়ক খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

এদিন সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় মুম্বই দলের রঞ্জির অনুশীলন । সেখানে যোগ দেন রোহিত। মুম্বই দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। রঞ্জিতে পরবর্তী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। ২৩ জানুয়ারি মুম্বইয়ের ম্যাচ। তারপরের ম্যাচ ৩০ জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে। অন্যদিকে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। আর সূত্রের খবর, সেখানে ‘বিশ্রাম’ নিতে পারেন রোহিত।

রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। অস্ট্রেলিয়া সফরে তিনি মাত্র ৩১ রান করেন । এর আগে বাংলাদেশের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৩০।

সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হওয়ার পর কড়া বার্তা দেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তাহলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।“

আরও পড়ুন- কাম্বলির ভিডিও দেখে আবেগতাড়িত সিন্ধু, দিলেন বিশেষ বার্তা

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version