Saturday, July 5, 2025

দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, স্যালাইন বিতর্কে কঠোর বার্তা অভিষেকের

Date:

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন বিতর্কে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলতায় সেবাশ্রয়ের (Sevashroy) ক্যাম্প থেকে তিনি স্পষ্ট জানান, মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। তাই এই ঘটনায় কারোর গাফিলতি থাকলে সে ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বুধবার ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে এসে এই স্বাস্থ্য শিবিরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন অভিষেক। জানান শুধু ডায়মন্ড হারবার নয় পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন এবং ১০ দিনে প্রায় আড়াই লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। আগামীতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়াই লক্ষ্য বলে জানান তিনি। এদিন মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন বিতর্কের প্রসঙ্গ উঠলে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট জানান, প্রসূতি মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। যদি কারোর গাফিলতির প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বলেন, দলমত নির্বিশেষে প্রশাসন এর আগেও ব্যবস্থা নিয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে রেয়াত করা হবে না। এই প্রসঙ্গে সিবিআই-এর তদন্তের উল্লেখ করে অভিষেকের কটাক্ষ, কেন্দ্রীয় সরকারের তদন্তের মানে হল জটায়ুর তদন্ত। আগে থেকে ঠিক করে নেয় কাকে ফাঁসাতে হবে। আর বাংলার সরকারের তদন্ত সঠিক পথে এগোয়। যদি এই ঘটনায় কারোর যোগসাজশ থাকে তাহলে তাঁকে শাস্তি দেওয়া হবে। এদিন দুলাল সরকারের মৃত্যুর ঘটনার তদন্তের উদাহরণ তুলে ধরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যে তৃণমূল কর্মী দোষ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয় না বরং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেটা ৩৪ বছরের বাম আমলে দেখা যায়নি কিংবা উত্তরপ্রদেশ বা গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে হয় না। তিনি জানান রাজ্য প্রশাসনকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত তদন্তের পথেই এগোবে। যদি কেউ দোষ করেন তা তিনি যে রাজনৈতিক দলেরই কর্মী বা নেতা হোন না কেন, মনে রাখতে হবে একজন অপরাধীর কোনও জাত- ধর্ম হয় না। তিনি দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি পেতেই হবে। আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামিতেও এর কোনও ব্যতিক্রম হবে না।

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version