কলকাতায় ফের মহিলা খুন। এবার ঘটনাস্থল গল্ফগ্রিন থানার রাজেন্দ্র প্রসাদ কলোনি। বন্ধ বাড়ি থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। উদ্ধার হওয়া ওই মহিলার নাম নাফিসা খাতুন। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বছর চল্লিশের নাফিসা রাজেন্দ্র প্রসাদ কলোনিতে দীর্ঘদিন ধরেই থাকতেন। বুধবার দুপুরের পর থেকে মেয়ের কোনও খোঁজখবর পাচ্ছিলেন না তাঁর মা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আঁতকে ওঠেন। দেখেন, বিছানার নিচে পড়ে মেয়ে। গোটা শরীর রক্তমাখা। গলার নলি কাটা অবস্থায় তরুণী পড়েছিলেন বলেই দাবি মায়ের। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন- রাজ্যের শিল্প-মানচিত্রে নয়া পালক! হাওড়ায় ১৫ হাজার কোটির লগ্নি, চাকরি ৭৫ হাজারের
_
_
_
_
_
_
_
_
_