Wednesday, November 12, 2025

আউশগ্রামে স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, পুলিশের জালে স্বামী

Date:

স্ত্রীকে খুন করার পর দেহ নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না।শেষে প্রমাণ লোপাটে দেহ মাটিতে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নেন।কিন্তু শেষ পর্যন্ত সেই প্ল্যানও ভেস্তে গেল। ঘর থেকে উদ্ধার হয়েছে মৃতার প্লাস্টিক মোড়া দেহ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী হাঁসদা। তার স্বামী সোম হাঁসদা।

প্রতিবেশীরা জানিয়েছেন, পূর্ব বর্ধমানের আউশগ্রামে দুই মেয়েকে নিয়ে থাকতেন ওই দম্পতি। পাশেই থাকতেন সোমের মা, ভাই ও তাদের পরিবার। জানা গিয়েছে, সোমবার বিকেলের পর আর লক্ষ্মীকে কেউ দেখতে পান নি। নাতনিরা সোমবার রাতেই দিদার কাছে গিয়ে জানিয়েছিল, বাবা মাকে মারধর করছে। এতেই সন্দেহ হয় বৃদ্ধার। এরপর অন্য ছেলেদের বিষয়টা জানান তিনি। তারপর সোমের ভাইয়েরা ঘরে ঢোকার চেষ্টা করেন। যদিও কোনও লাভ হয়নি। একপর্যায়ে লক্ষ্মীর বাপের বাড়িতে খবর দেন তারা।লক্ষ্মীর মা থানায় খবর দেন। পুলিশ যায় সোমের বাড়িতে গিয়ে দেখে ঘরের মেঝেয় গর্ত করা। সেখানে প্লাস্টিকে মুড়ে রাখা লক্ষ্মীর দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোমকে।

প্রতিবেশীরা জানিয়েছেন, দিনভর মদ্যপান করত সোম। তা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। কিন্তু কি কারণে খুন, তার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, দেহ মাটিতে পুঁতে দেওয়ার তালে ছিল সোম। কিন্তু শেষ রক্ষা হয়নি।

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version