Wednesday, August 20, 2025

আউশগ্রামে স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, পুলিশের জালে স্বামী

Date:

স্ত্রীকে খুন করার পর দেহ নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না।শেষে প্রমাণ লোপাটে দেহ মাটিতে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নেন।কিন্তু শেষ পর্যন্ত সেই প্ল্যানও ভেস্তে গেল। ঘর থেকে উদ্ধার হয়েছে মৃতার প্লাস্টিক মোড়া দেহ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী হাঁসদা। তার স্বামী সোম হাঁসদা।

প্রতিবেশীরা জানিয়েছেন, পূর্ব বর্ধমানের আউশগ্রামে দুই মেয়েকে নিয়ে থাকতেন ওই দম্পতি। পাশেই থাকতেন সোমের মা, ভাই ও তাদের পরিবার। জানা গিয়েছে, সোমবার বিকেলের পর আর লক্ষ্মীকে কেউ দেখতে পান নি। নাতনিরা সোমবার রাতেই দিদার কাছে গিয়ে জানিয়েছিল, বাবা মাকে মারধর করছে। এতেই সন্দেহ হয় বৃদ্ধার। এরপর অন্য ছেলেদের বিষয়টা জানান তিনি। তারপর সোমের ভাইয়েরা ঘরে ঢোকার চেষ্টা করেন। যদিও কোনও লাভ হয়নি। একপর্যায়ে লক্ষ্মীর বাপের বাড়িতে খবর দেন তারা।লক্ষ্মীর মা থানায় খবর দেন। পুলিশ যায় সোমের বাড়িতে গিয়ে দেখে ঘরের মেঝেয় গর্ত করা। সেখানে প্লাস্টিকে মুড়ে রাখা লক্ষ্মীর দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোমকে।

প্রতিবেশীরা জানিয়েছেন, দিনভর মদ্যপান করত সোম। তা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। কিন্তু কি কারণে খুন, তার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, দেহ মাটিতে পুঁতে দেওয়ার তালে ছিল সোম। কিন্তু শেষ রক্ষা হয়নি।

 

 

 

 

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...
Exit mobile version