Friday, July 4, 2025

সফরে পরিবারের সঙ্গে বেশি সময় নয় রোহিত–কোহলিদের, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

Date:

ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করছে বিসিসিআই। দেশের বাইরে সফরে এখন আর আগের মতো পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না রোহিত–কোহলিরা। খেলোয়াড়েরা নিজস্ব ব্যবস্থায় যেতে পারবেন না অনুশীলন কিংবা ম্যাচেও। ৪৫ কিংবা তার বেশি দিনের সফরে পরিবারের সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না খেলোয়াড়েরা। শর্ত আছে এই নিয়মেও। সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সঙ্গে থাকা যাবে না। এর চেয়ে কম দিনের সফরে খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না।

খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তিতে এসব শর্ত আগেই ছিল। কিন্তু কোভিড মহামারির সময় শর্তগুলো শিথিল করা হয়েছিল। তখন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাদের পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।অস্ট্রেলিয়া সফর শেষে মুম্বাইয়ে গত শনিবার প্রথমবারের মতো ভারতের অধিনায়ক রোহিত, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আগের নিয়ম-নীতি ফিরিয়ে আনার কথা জানানো হয় দলের নেতৃত্বকে।

এসব নিয়ম-নীতির আরেকটি শর্ত হলো, সব খেলোয়াড়কে অবশ্যই টিম বাসে ভ্রমণ করতে হবে। অনুশীলনও হবে সময় মেনে। সফরে খেলোয়াড়দের পরিবারের থাকার খরচ দেয় বিসিসিআই, কিন্তু ভ্রমণ খরচ দেয় না। পরিবর্তিত পরিস্থিতিতে অন্য সব কিছু পাল্টালেও এই নিয়মের বদল হচ্ছে না।খেলোয়াড়দের সঙ্গে পরিবারের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের ক্রিকেটে সর্বশেষ আলোচনা উঠেছিল ২০১৮ সালে। তখন অধিনায়ক কোহলি নিয়ম-নীতিগুলো শিথিল করার অনুরোধ করেছিলেন।

বর্তমান কোচ গম্ভীর তখন বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। একজন খেলোয়াড়ই তা বলতে পারে কারণ তাকে টেস্ট ম্যাচ খেলতে হয়। কেউ হয়তো পুরো সফরেই পরিবারকে সঙ্গে চায়, অন্যরা হয়তো পরিবারকে কিছু সময় দিয়ে বাকি সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধান্ত যেটাই হোক, সেটা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই নেওয়া উচিত।

 

 

Related articles

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে...

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল...

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে 'থ্রিলার'...

ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান ফিরলেন মোহনবাগানে

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে...
Exit mobile version