Friday, August 22, 2025

সফরে পরিবারের সঙ্গে বেশি সময় নয় রোহিত–কোহলিদের, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

Date:

ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করছে বিসিসিআই। দেশের বাইরে সফরে এখন আর আগের মতো পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না রোহিত–কোহলিরা। খেলোয়াড়েরা নিজস্ব ব্যবস্থায় যেতে পারবেন না অনুশীলন কিংবা ম্যাচেও। ৪৫ কিংবা তার বেশি দিনের সফরে পরিবারের সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না খেলোয়াড়েরা। শর্ত আছে এই নিয়মেও। সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সঙ্গে থাকা যাবে না। এর চেয়ে কম দিনের সফরে খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না।

খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তিতে এসব শর্ত আগেই ছিল। কিন্তু কোভিড মহামারির সময় শর্তগুলো শিথিল করা হয়েছিল। তখন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাদের পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।অস্ট্রেলিয়া সফর শেষে মুম্বাইয়ে গত শনিবার প্রথমবারের মতো ভারতের অধিনায়ক রোহিত, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আগের নিয়ম-নীতি ফিরিয়ে আনার কথা জানানো হয় দলের নেতৃত্বকে।

এসব নিয়ম-নীতির আরেকটি শর্ত হলো, সব খেলোয়াড়কে অবশ্যই টিম বাসে ভ্রমণ করতে হবে। অনুশীলনও হবে সময় মেনে। সফরে খেলোয়াড়দের পরিবারের থাকার খরচ দেয় বিসিসিআই, কিন্তু ভ্রমণ খরচ দেয় না। পরিবর্তিত পরিস্থিতিতে অন্য সব কিছু পাল্টালেও এই নিয়মের বদল হচ্ছে না।খেলোয়াড়দের সঙ্গে পরিবারের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের ক্রিকেটে সর্বশেষ আলোচনা উঠেছিল ২০১৮ সালে। তখন অধিনায়ক কোহলি নিয়ম-নীতিগুলো শিথিল করার অনুরোধ করেছিলেন।

বর্তমান কোচ গম্ভীর তখন বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। একজন খেলোয়াড়ই তা বলতে পারে কারণ তাকে টেস্ট ম্যাচ খেলতে হয়। কেউ হয়তো পুরো সফরেই পরিবারকে সঙ্গে চায়, অন্যরা হয়তো পরিবারকে কিছু সময় দিয়ে বাকি সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধান্ত যেটাই হোক, সেটা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই নেওয়া উচিত।

 

 

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version