Friday, November 14, 2025

জল্পনার অবসান, বিরাট-রোহিতদের নতুন ব্যাটিং কোচ হলেন এই প্রাক্তন ক্রিকেটার

Date:

জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হলেন সীতাংশু কোটাক। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, হারের কাটাছেড়া করতে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দলের ব্যাটিং কোচের ভূমিকায় একেবারেই খুশি নয় বিসিসিআই। জল্পনা ছড়ায় নতুন ব্যাটিং কোচ নিয়োগ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সীতাংশু কোটাককে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন সীতাংশু।

কে এই সীতাংশু কোটাক? ২০ বছর সৌরাষ্ট্রের হয়ে রনজি খেলেছেন ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ। অধিনায়ক ছিলেন দলের। দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসাবে। সিনিয়র দল এবং ভারতীয় এ দলের হয়ে বেশ কয়েকবার বিদেশ সফরেও দেখা গিয়েছে সীতাংশুকে। এমনকি গতবছর ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। ২০২৩ সালে জশপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল, সেখানেও ব্যাটিং কোচ ছিলেন সীতাংশু। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ ভালো বলেও শোনা গিয়েছে।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, ভারতীয় দলের হারের কারণ নিয়ে কাটাছেড়ায় বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আর জানা যায়, বিসিসিআই-এর নজর ছিল টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফেদের ওপর। যাঁরা রয়েছেন তাঁদের পাশাপাশি নতুন কয়েক জনকে যুক্ত করা হবে বলে জানা যায়। আর সেই তালিকায় ছিলেন বিশ্বকাপজয়ী ব্যাটার কেভিন পিটারসেনও। ছিলেন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি সীতাংশু কোটাক। আর শেষমেশ সীতাংশুকেই বেছে নেয় বিসিসিআই।

আরও পড়ুন- একের পর এক বড় সিদ্ধান্ত বোর্ডের, এবার বদল দলের কোচিং বিভাগেও : সূত্র

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version