সইফের শরীর থেকে ছুরির অংশ বার করলেন চিকিৎসকরা, হচ্ছে ‘কসমেটিক সার্জারি’ !

দুষ্কৃতীদের হামলায়   ছুরিকাহত হয়েছেন অভিনেতা  সইফ আলি খান। তাকে ব্রান্দার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার চলছে অভিনেতার । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন চিকিৎসকেরা। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। এখন অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওটা ছুরিরই ভাঙা অংশ। জানা গিয়েছে, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর। সইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টা করা হয়।এই ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ। এক দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।  জানা গিয়েছে, আটক হওয়া তিন জনই অভিনেতার বাড়িতে কাজ করেন। এই হামলার  প্রকৃত কারণ খুঁজছে পুলিশ।