Wednesday, November 5, 2025

সিসিটিভি দেখে ‘চিহ্নিত’ সইফের হামলাকারী, আতঙ্কে ঠিকানা বদল করিনার!

Date:

আপৎকালীন সিঁড়ি দিয়ে সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেহের তালিকায় লরেন্স গ্যাংয়ের নামও উঠে আসছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ানো হলো নবাব-পত্নীর নিরাপত্তা। আতঙ্কে জেহ, তৈমুরদের নিয়ে দিদি করিশ্মার (Karishma Kapoor)বাড়িতে করিনা (Kareena Kapoor Khan)।

বলিউডের ছোটে নবাবের উপর প্রাণঘাতী হামলায় ত্রস্ত টিনসেল টাউন। বান্দ্রার নিরাপত্তা প্রশ্নের মুখে। সইফের জখম পরিচারিকার দাবি, বুধবার রাত আড়াইটে নাগাদ অভিনেতার ছোট ছেলে জেহ-র ঘরে ছিলেন। সেই সময় শৌচালয়ের কাছে কারও ছায়া দেখতে পান তিনি। চিৎকার করতেই ওই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে এবং অস্ত্র দেখিয়ে পরিচারিকা থেকে এক কোটি টাকা দাবি করে বলে অভিযোগ। ছুটে আসেন সইফ, তখনই তাঁর উপর এলোপাথাড়ি আক্রমণ করা হয়। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত হয়েছে অভিনেতার। আপাতত তিনি স্থিতিশীল। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই দেখা গেছে সইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে লরেন্স গ্যাংয়ের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বান্দ্রা (Bandra) এলাকায় দুষ্কৃতীদের এহেন দৌড়াত্ম্যে কাঠগড়ায় মুম্বই প্রশাসন। সেলিব্রেটিদের মধ্যে বাড়ছে আতঙ্ক। জানা গিয়েছে, সইফের অস্ত্রোপচারের পর দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান বেবো। বৃহস্পতিবারই হাসপাতালে গেছিলেন শাহরুখ খান (SRK)। পরে করিশ্মার বাড়িতে নবাব-পত্নীর সঙ্গে দেখা করেন সঞ্জয় দত্ত, করণ জোহর, মালাইকা আরোরা-সহ বলিউড তারকারা। সোহা আলি খানের থেকে ফোনে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তও।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version