Friday, November 7, 2025

১) জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হলেন সীতাংশু কোটাক। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, হারের কাটাছেড়া করতে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দলের ব্যাটিং কোচের ভূমিকায় একেবারেই খুশি নয় বিসিসিআই। তাই এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সীতাংশু কোটাককে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।

২) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। আর এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যে প্রস্তাব কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন বোর্ডকে, সেই প্রস্তাবকে নাকি সমর্থন করেছেন দলেরই এক সিনিয়র ক্রিকেটার।

৩) মেলবোর্ন টেস্ট হারের পর ড্রেসিংরুমে নাকি তুলকালাম কান্ড করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। আর সেই খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। খবর অনুযায়ী, ক্রিকেটারদের বকাঝকা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। আর এরপর প্রশ্ন ওঠে কীভাবে ফাঁস হয় ড্রেসিংরুমের কথোপকথন। আর এই নিয়ে এবার নাকি মুখ খুলেছেন দলে হেড কোচ।

৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরান্ত ব্যর্থ হয় ভারতীয় দল। সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়া। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। আর সূত্রের খবর , এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরমধ্যে অন্যতম হল ক্রিকেটারদের ফিটনেস। জানা যাচ্ছে ফের ক্রিকেটারদের ফিটনেসে ওপর জোর দেওয়া হয়।

৫) কতটা গুরুতর যশপ্রীত বুমরাহ-এর চোট? সেই নিয়ে এবার নিজেই মুখ খুললেন ভারতিয় তারকা পেসার। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বুমরাহকে। পরে মাঠে নামলেও বল করেননি তিনি। এরপরই জল্পনা ছড়ায় অস্ত্রোপচার করাতে হবে বুমরাহকে। আর এই নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিলেন তিনি।

আরও পড়ুন-জল্পনার অবসান, বিরাট-রোহিতদের নতুন ব্যাটিং কোচ হলেন এই প্রাক্তন ক্রিকেটার

 

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version