Saturday, August 23, 2025

সিসিটিভি দেখে ‘চিহ্নিত’ সইফের হামলাকারী, আতঙ্কে ঠিকানা বদল করিনার!

Date:

আপৎকালীন সিঁড়ি দিয়ে সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেহের তালিকায় লরেন্স গ্যাংয়ের নামও উঠে আসছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ানো হলো নবাব-পত্নীর নিরাপত্তা। আতঙ্কে জেহ, তৈমুরদের নিয়ে দিদি করিশ্মার (Karishma Kapoor)বাড়িতে করিনা (Kareena Kapoor Khan)।

বলিউডের ছোটে নবাবের উপর প্রাণঘাতী হামলায় ত্রস্ত টিনসেল টাউন। বান্দ্রার নিরাপত্তা প্রশ্নের মুখে। সইফের জখম পরিচারিকার দাবি, বুধবার রাত আড়াইটে নাগাদ অভিনেতার ছোট ছেলে জেহ-র ঘরে ছিলেন। সেই সময় শৌচালয়ের কাছে কারও ছায়া দেখতে পান তিনি। চিৎকার করতেই ওই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে এবং অস্ত্র দেখিয়ে পরিচারিকা থেকে এক কোটি টাকা দাবি করে বলে অভিযোগ। ছুটে আসেন সইফ, তখনই তাঁর উপর এলোপাথাড়ি আক্রমণ করা হয়। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত হয়েছে অভিনেতার। আপাতত তিনি স্থিতিশীল। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই দেখা গেছে সইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে লরেন্স গ্যাংয়ের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বান্দ্রা (Bandra) এলাকায় দুষ্কৃতীদের এহেন দৌড়াত্ম্যে কাঠগড়ায় মুম্বই প্রশাসন। সেলিব্রেটিদের মধ্যে বাড়ছে আতঙ্ক। জানা গিয়েছে, সইফের অস্ত্রোপচারের পর দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান বেবো। বৃহস্পতিবারই হাসপাতালে গেছিলেন শাহরুখ খান (SRK)। পরে করিশ্মার বাড়িতে নবাব-পত্নীর সঙ্গে দেখা করেন সঞ্জয় দত্ত, করণ জোহর, মালাইকা আরোরা-সহ বলিউড তারকারা। সোহা আলি খানের থেকে ফোনে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তও।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version