Thursday, August 28, 2025

অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে একমাত্র গোল করেন শুভাশিস বসু। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের সুযোগ ছিল জোসে মোলিনার দলের। ম্যাচে এদিন একাধিক গোল মিস করে সবুজ-মেরুন ব্রিগ্রেডের ফুটবলাররা। তবে ড্র করলেও ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল মোহনবাগান।

ম্যাচে এদিন ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহনবাগানের কাছে। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না ডার্বির নায়ক ম্যাকলারেন। তার কিছুক্ষণ পরেই লিস্টনের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাগানকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৫ মিনিটে গোল করেন শুভাশিস। কর্নার থেকে ভেসে আসা বল অলড্রেড নামিয়ে দেন। জটলার মধ্যেও গোল করতে ভুল করেননি শুভাশিস। তারপর একাধিক গোলের সুযোগ চলে আসে বাগানের সামনে। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি বদল করেন জামশেদপুরের কোচ খালিদ জামিল। আর এরপরই সমতা ফেরায় জামশেদপুর। যার ফলে ম্যাচের ৬০ মিনিটে ডিফেন্স থেকে উঠে এসে গোল করেন এজে। ডিফেন্স থেকে উঠে এসে গোল করেন এজে। এরপর আক্রমণে ঝাঁপায় মোলিনার দল। তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় সবুজ-মেরুন।

আরও পড়ুন- ফের কড়া পদক্ষেপ বোর্ডের, এবার কোপ ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনিদের ওপর

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version