Tuesday, December 16, 2025

দিল্লি জিততে বিজেপির ভরসা লক্ষ্মীর ভাণ্ডার, মা ক্যান্টিন! বদল শুধু টাকার অঙ্ক

Date:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার মহিলাদের জীবনের মানোন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ অনুসরণ করে সাফল্য পেয়েছে বিজেপি। দিল্লিতেও তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না নরেন্দ্র মোদির দল। একেবারে সর্বভারতীয় সভাপতির মুখ দিয়ে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতির ঘোষণা করে ফেলল বিজেপি। সেইসঙ্গে বাংলার দেখানো পথে, যে অটল ক্যান্টিন চালু করেছিল বিজেপি সরকার, সেখানেও বাংলারই মতো ৫ টাকায় খাবার দেওয়ার ঘোষণা করলেন জে পি নাড্ডা (J P Nadda)।

দিল্লি নির্বাচন ঘোষণা হওয়ার আগেই শাসক দল আপ (AAP) বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন। প্রাথমিকভাবে আপ মাসিক ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক ধাপ বাড়িয়ে কংগ্রেস (Congress) পেয়ারি দিদি যোজনার ঘোষণা করে, যেখানে মাসিক ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। বিজেপিও সেই আড়াই হাজারের অঙ্কেই আটকে গিয়েছে।

শুক্রবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) ঘোষণা করেছেন, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এলে দিল্লিবাসী মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। একইসঙ্গে তাঁরা প্রতি বছরে বিনামূল্যে পাবেন দুটি এলপিজি সিলিন্ডার। নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পাশ করা হবে প্রকল্পটি, প্রতিশ্রুতি দিয়েছেন জে পি নাড্ডা। তাঁর এই প্রতিশ্রুতি পুরো ভাঁওতা, ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বিজেপি, পাল্টা অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির তরফে।

তবে শুধু তাই নয়, ২০২১ সালে বাংলায় মা ক্যান্টিন (Maa canteen) চালু করে ৫ টাকায় দুঃস্থ মানুষদের ভাত খাওয়ার প্রকল্প শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অটল ক্যান্টিন (Atal Canteen) থাকলেও সেখানে ১০ টাকায় খাবার মিলতো। দিল্লির নির্বাচন জিততে সেই টাকার অঙ্ক কমিয়ে অটল ক্যান্টিনে পাঁচ টাকায় ভাতের ঘোষণা করলেন জে পি নাড্ডা।

Related articles

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...
Exit mobile version