Sunday, August 24, 2025

দিল্লি জিততে বিজেপির ভরসা লক্ষ্মীর ভাণ্ডার, মা ক্যান্টিন! বদল শুধু টাকার অঙ্ক

Date:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার মহিলাদের জীবনের মানোন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ অনুসরণ করে সাফল্য পেয়েছে বিজেপি। দিল্লিতেও তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না নরেন্দ্র মোদির দল। একেবারে সর্বভারতীয় সভাপতির মুখ দিয়ে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতির ঘোষণা করে ফেলল বিজেপি। সেইসঙ্গে বাংলার দেখানো পথে, যে অটল ক্যান্টিন চালু করেছিল বিজেপি সরকার, সেখানেও বাংলারই মতো ৫ টাকায় খাবার দেওয়ার ঘোষণা করলেন জে পি নাড্ডা (J P Nadda)।

দিল্লি নির্বাচন ঘোষণা হওয়ার আগেই শাসক দল আপ (AAP) বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন। প্রাথমিকভাবে আপ মাসিক ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক ধাপ বাড়িয়ে কংগ্রেস (Congress) পেয়ারি দিদি যোজনার ঘোষণা করে, যেখানে মাসিক ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। বিজেপিও সেই আড়াই হাজারের অঙ্কেই আটকে গিয়েছে।

শুক্রবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) ঘোষণা করেছেন, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এলে দিল্লিবাসী মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। একইসঙ্গে তাঁরা প্রতি বছরে বিনামূল্যে পাবেন দুটি এলপিজি সিলিন্ডার। নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পাশ করা হবে প্রকল্পটি, প্রতিশ্রুতি দিয়েছেন জে পি নাড্ডা। তাঁর এই প্রতিশ্রুতি পুরো ভাঁওতা, ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বিজেপি, পাল্টা অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির তরফে।

তবে শুধু তাই নয়, ২০২১ সালে বাংলায় মা ক্যান্টিন (Maa canteen) চালু করে ৫ টাকায় দুঃস্থ মানুষদের ভাত খাওয়ার প্রকল্প শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অটল ক্যান্টিন (Atal Canteen) থাকলেও সেখানে ১০ টাকায় খাবার মিলতো। দিল্লির নির্বাচন জিততে সেই টাকার অঙ্ক কমিয়ে অটল ক্যান্টিনে পাঁচ টাকায় ভাতের ঘোষণা করলেন জে পি নাড্ডা।

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...
Exit mobile version