Sunday, August 24, 2025

গাফিলতির পর্দাফাঁস, শাস্তি পেতেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ‘নাটক’ মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের

Date:

রোগী মৃত্যু নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই, অথচ কর্তব্যে গাফিলতির কারণে সাসপেন্ড হতেই নতুন ‘নাটক’ শুরু জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর মেডিক্যালে (Midnapore Medical College) প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন রাজ্য সরকার (Government of West Bengal)। সিনিয়র ডাক্তাররা ডিউটির সময় অনুপস্থিত ছিলেন তদন্তে উঠে এসেছে, জুনিয়রদের ‘কাঁচা হাতে’ অপারেশনের ফল ভুগতে হয়েছে মা ও শিশুকে, এরপরই জুনিয়র সিনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের মাতৃমা বিভাগে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেছেন । শুক্রবার সকাল ৮টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন বলে জানা যাচ্ছে।

মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকদের গাফিলতির কথা তদন্তে উঠে আসার পরই অভিযুক্তদের সাসপেনশনের পথে হেটেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন একটা মৃত্যুও বরদাস্ত নয়। সরকারি হাসপাতালে ডাক্তাররা কর্তব্য পালন না করলে তাঁদের রেয়াত করা হবে না। সাধারণ মানুষের জীবনের থেকে বড় আর কিছু হতে পারে না।মেদিনীপুরকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরএমও, পিজিটিসহ ১২ জন চিকিৎসক সাসপেন্ড হতেই আরজি কর স্টাইলে কর্মবিরতির ঘোষণা জুনিয়রদের ডাক্তারদের।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version