উইকেন্ডেই পারদ পতনের ইঙ্গিত! আগামী সপ্তাহ জুড়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গে 

রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনে পারদ পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। যার জেরে শনিবারের পর থেকে শীতের আমেজ (Winter Spell) উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী। উত্তরের একাধিক জেলায় ঘন কুয়াশার চাদর। হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণের কিছু জেলাতেও। তবে জাঁকিয়ে শীত নয় মাঘের প্রথম সপ্তাহেও।

হাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির একটু উপরে রয়েছে। অনেকেই বলছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে সে উপভোগ করা যাচ্ছে না। পূর্বাঞ্চলীয় আবহাওয়ার অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর তৈরি হয়েছে এই বিপরীত ঘূর্ণাবর্ত। যার প্রভাবে ১৮ জানুয়ারি শনিবার থেকে উত্তুরে হওয়ার প্রভাব বেশি করে অনুভূত হবে বাংলায়, কিছুটা কমবে তাপমাত্রা। শীতের এই স্পেলে অন্তত দুই এক দিন কলকাতার পারদ ফের ১৩ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা আছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঠান্ডার আমেজ থাকবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হবে। আপাতত শুষ্ক আবহাওয়া বঙ্গে, কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।