Thursday, December 18, 2025

বাংলার বাড়ির উপভোক্তাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে জেলাশাসকদের নির্দেশ নবান্নের

Date:

Share post:

কেন্দ্র বঞ্চনা করেছে, কিন্তু রাজ্য সরকার বাংলার বাড়ি (Banglar Bari/ Housing for all) প্রকল্পে উপভোক্তাদের প্রাপ্য টাকা দিতে শুরু করেছে। ডিসেম্বরেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। বাড়ি তৈরির কাজ শুরুও করে দিয়েছেন উপভোক্তারা।এই অবস্থায় বাড়ি তৈরির সামগ্রী নিয়ে যাতে কেউ কালোবাজারি করতে না পারে তার জন্য সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। উপভোক্তাদের যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে প্রয়োজনীয় ইট, বালি, সুড়কি–সহ অন্যান্য সামগ্রী স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)।

বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari/Housing for all) প্রথম দফার টাকা কিছু ভূমিহীন উপভোক্তা ছাড়া সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় যদি বাড়ি তৈরির জোগান সামগ্রী সঠিক দামে না মেলে সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে পারবেন না উপভোক্তারা। পাশাপাশি জোগানে টান পড়লে উপভোক্তারা বেশি দাম দিয়ে ইট বালি কিনতে বাধ্য হবেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)স্পষ্ট নির্দেশ, এই রকম পরিস্থিতি যাতে কোনওভাবেই তৈরি না হয় সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে যে ভূমিহীন উপভোক্তাদের জমি নেই বলে টাকা দেওয়া যায়নি, তাঁদের জন্য অবিলম্বে জমি দেওয়ার ব্যবস্থা করে দিতে বলা হয়েছে জেলা শাসককে।রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলা শাসকদের এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার বাড়ির প্রকল্পের পাশাপাশি এদিন দুয়ারে সরকার শিবিরের প্রস্তুতি নিয়েও বৈঠক করেন মুখ্যসচিব। তিনি নির্দেশ দিয়েছেন, খোলা জায়গায় শিবির করতে হবে। যাতে জন সমাগম হলে কোনও সমস্যা না হয়। পাশাপাশি স্বাস্থ্য শিবির, আধার সংযোগ ক্যাম্প, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্যাম্পের ব্যবস্থাও রাখা বাধ্যতামূলক।

 

spot_img

Related articles

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...