Thursday, December 4, 2025

বারাকপুরে বিজেপিতে বড়সড় ভাঙন! এবার অর্জুনের ছায়াসঙ্গী সহ ২৫০ কর্মী যোগ দিলেন তৃণমূলে

Date:

Share post:

অর্জুন সিংয়ের জন্য কেউ বারাকপুরে বিজেপি করতে চাইছে না। বারাকপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। এবার দূরবিন দিয়ে বিজেপিকে কর্মী খুঁজতে হবে বারাকপুরে। অর্জুনের ছায়াসঙ্গী বিট্টু জয়সওয়াল রবিবার তাঁর সঙ্গীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এমনই মন্তব্য করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন হাজিনগরে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বিট্টু জয়সওয়ালের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিট্টুর সঙ্গে ২৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানের মধ্যে দিয়ে বারাকপুরে গেরুয়া শিবিরের শক্তি তলানিতে গিয়ে ঠেকল।

হালিশহর, বীজপুরে বিজেপির অন্যতম নেতা ছিলেন বিট্টু। দলবল নিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা। রবিবার সন্ধ্যায় হালিশহর হাজিনগর উৎসবের মঞ্চে বিজেপি ছেড়ে আসা কর্মীদের তৃণমূলে যোগদান করান স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার, পুরপারিষদ প্রণব লোহ-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাজিনগর অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে বিট্টু জয়সওয়ালের। শুধু তাই নয়, বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গেও তাঁর যথেষ্ট সখ্য ছিল। সাংগঠনিক দিক থেকে এই অঞ্চলে দলীয় কোনও কর্মসূচি নিতে গেলে বিজেপি নেতৃত্বকে তাঁর উপরেই ভরসা রাখতে হত। এদিন রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গে বিট্টু, রাকেশ সিং-সহ প্রায় ২৫০ জন তৃণমূলে যোগ দেন। বিট্টু বলেন, বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সত্যিই আজ তাঁর নেতৃত্বে বারাকপুর অনেকটাই শান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের উন্নয়নমূলক কাজে আস্থা রেখেই তৃণমূলে যোগ দিয়েছি। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, বিট্টু-সহ প্রায় ২৫০ জন এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা তাঁদের গ্রহণ করেছি। দলীয় সংগঠন মজবুত করতে তাঁদের আমরা কাজে লাগাব।

আরও পড়ুন- ব্যর্থ বিএসএফ! মালদহের শুকদেবপুরে সীমান্ত পাহারা দিচ্ছে গ্রামবাসীরাই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...