Friday, November 14, 2025

বারাকপুরে বিজেপিতে বড়সড় ভাঙন! এবার অর্জুনের ছায়াসঙ্গী সহ ২৫০ কর্মী যোগ দিলেন তৃণমূলে

Date:

Share post:

অর্জুন সিংয়ের জন্য কেউ বারাকপুরে বিজেপি করতে চাইছে না। বারাকপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। এবার দূরবিন দিয়ে বিজেপিকে কর্মী খুঁজতে হবে বারাকপুরে। অর্জুনের ছায়াসঙ্গী বিট্টু জয়সওয়াল রবিবার তাঁর সঙ্গীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এমনই মন্তব্য করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন হাজিনগরে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বিট্টু জয়সওয়ালের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিট্টুর সঙ্গে ২৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানের মধ্যে দিয়ে বারাকপুরে গেরুয়া শিবিরের শক্তি তলানিতে গিয়ে ঠেকল।

হালিশহর, বীজপুরে বিজেপির অন্যতম নেতা ছিলেন বিট্টু। দলবল নিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা। রবিবার সন্ধ্যায় হালিশহর হাজিনগর উৎসবের মঞ্চে বিজেপি ছেড়ে আসা কর্মীদের তৃণমূলে যোগদান করান স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার, পুরপারিষদ প্রণব লোহ-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাজিনগর অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে বিট্টু জয়সওয়ালের। শুধু তাই নয়, বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গেও তাঁর যথেষ্ট সখ্য ছিল। সাংগঠনিক দিক থেকে এই অঞ্চলে দলীয় কোনও কর্মসূচি নিতে গেলে বিজেপি নেতৃত্বকে তাঁর উপরেই ভরসা রাখতে হত। এদিন রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গে বিট্টু, রাকেশ সিং-সহ প্রায় ২৫০ জন তৃণমূলে যোগ দেন। বিট্টু বলেন, বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সত্যিই আজ তাঁর নেতৃত্বে বারাকপুর অনেকটাই শান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের উন্নয়নমূলক কাজে আস্থা রেখেই তৃণমূলে যোগ দিয়েছি। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, বিট্টু-সহ প্রায় ২৫০ জন এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা তাঁদের গ্রহণ করেছি। দলীয় সংগঠন মজবুত করতে তাঁদের আমরা কাজে লাগাব।

আরও পড়ুন- ব্যর্থ বিএসএফ! মালদহের শুকদেবপুরে সীমান্ত পাহারা দিচ্ছে গ্রামবাসীরাই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...