Thursday, August 28, 2025

বারাকপুরে বিজেপিতে বড়সড় ভাঙন! এবার অর্জুনের ছায়াসঙ্গী সহ ২৫০ কর্মী যোগ দিলেন তৃণমূলে

Date:

Share post:

অর্জুন সিংয়ের জন্য কেউ বারাকপুরে বিজেপি করতে চাইছে না। বারাকপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। এবার দূরবিন দিয়ে বিজেপিকে কর্মী খুঁজতে হবে বারাকপুরে। অর্জুনের ছায়াসঙ্গী বিট্টু জয়সওয়াল রবিবার তাঁর সঙ্গীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এমনই মন্তব্য করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন হাজিনগরে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বিট্টু জয়সওয়ালের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিট্টুর সঙ্গে ২৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানের মধ্যে দিয়ে বারাকপুরে গেরুয়া শিবিরের শক্তি তলানিতে গিয়ে ঠেকল।

হালিশহর, বীজপুরে বিজেপির অন্যতম নেতা ছিলেন বিট্টু। দলবল নিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা। রবিবার সন্ধ্যায় হালিশহর হাজিনগর উৎসবের মঞ্চে বিজেপি ছেড়ে আসা কর্মীদের তৃণমূলে যোগদান করান স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার, পুরপারিষদ প্রণব লোহ-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাজিনগর অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে বিট্টু জয়সওয়ালের। শুধু তাই নয়, বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গেও তাঁর যথেষ্ট সখ্য ছিল। সাংগঠনিক দিক থেকে এই অঞ্চলে দলীয় কোনও কর্মসূচি নিতে গেলে বিজেপি নেতৃত্বকে তাঁর উপরেই ভরসা রাখতে হত। এদিন রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গে বিট্টু, রাকেশ সিং-সহ প্রায় ২৫০ জন তৃণমূলে যোগ দেন। বিট্টু বলেন, বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সত্যিই আজ তাঁর নেতৃত্বে বারাকপুর অনেকটাই শান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের উন্নয়নমূলক কাজে আস্থা রেখেই তৃণমূলে যোগ দিয়েছি। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, বিট্টু-সহ প্রায় ২৫০ জন এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা তাঁদের গ্রহণ করেছি। দলীয় সংগঠন মজবুত করতে তাঁদের আমরা কাজে লাগাব।

আরও পড়ুন- ব্যর্থ বিএসএফ! মালদহের শুকদেবপুরে সীমান্ত পাহারা দিচ্ছে গ্রামবাসীরাই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...