Sunday, August 24, 2025

কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে গোটা দেশের মানুষ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত। পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের ভ্রান্ত নীতির মুখোশ খুলে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই ভুল স্বাস্থ্য নীতির কারণেই সেবাশ্রয়ের (Sebaashray) মত চিকিৎসা শিবিরে সাধারণ মানুষ বিপুল সংখ্যায় যোগ দিচ্ছেন, এমনটাও জানান সাংসদ।

সেবাশ্রয় শিবিরের ১৭ তম দিনে ফলতায় (Falta AC) বিপুল সংখ্যায় মানুষের যোগদান। ফলতার সপ্তম দিনে রেজিস্ট্রেশন ১৭,১০৭ জনের। চিকিৎসা ১৪,৪৭৭ জন। বিনামূল্যে ওষুধ (medicine) দেওয়া হয় ১৬,৭৭৬ জনকে। জটিল রোগের কারণে রেফার (refer) করা হয় ২২ জনকে।

একদিনে ফলতায় ১৬ হাজারের বেশি মানুষ সেবাশ্রয়ের চিকিৎসার সন্ধানে আসেন। এই পরিসংখ্যানে কেন্দ্রের বিজেপি সরকারের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে দুরবস্থার কথা তুলে ধরেন সাংসদ অভিষেক। তিনি তুলে ধরেন ২০২২-২৩ অর্থবর্ষে (2022-23 FE) কেন্দ্র সরকারের জিডিপির (GDP) মাত্র ১.৯ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করার নীতি। দেশের গ্রামীণ এলাকার ৯২ শতাংশ ও শহর এলাকার ৭৭ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি (in patient) অবস্থায় ব্যাপক টাকা খরচ করতে হয়।

সেই সঙ্গে তিনি ব্যাখ্যা দেন, এই ভয়ংকর পরিসংখ্যানে বুঝিয়ে দেয় স্বাস্থ্য পরিষেবা (medical service) পেতে গেলে সাধারণ মানুষকে কী ভয়ংকর আর্থিক বোঝা বহন করতে হয়। এই অপূর্ণতাকে সঠিক জবাব দেয় সেবাশ্রয়। এখানেই বিনামূল্যে পেশাদার স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা পান সাধারণ মানুষ। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে পরিচালনা করতে হবে, তারই একটি উত্তর। এর মাধ্যমে সাধ্যের বাইরে খরচের হাত থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। মর্যাদার জীবন যাপন করতে পারবে পরিবারগুলি, দাবি অভিষেকের (Abhishek Banerjee)।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version