Monday, November 3, 2025

আইএসএল-এ ফের হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, গোয়ার কাছে হারল ১-০ গোলে

Date:

আইএসএল-এ ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে ১-০ গোলে হেরে হারের হ্যাটট্রিক লাল-হলুদের। অস্কার ব্রুজোর জমানায় প্রথম হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। মুম্বই সিটি, মোহনবাগানের পর এ বার গোয়া। এই হারের ফলে আইএসএলের প্লে-অফে ইস্টবেঙ্গলের ওঠার সম্ভাবনা আর নেই বললেই চলে। ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই থাকল ব্রুজোর দল।

চোট এবং কার্ড সমস্যায় এমনিতেই জর্জরিত লাল-হলুদ। তার মধ্যে হার যেন আরও কাবু করে দিচ্ছে ইস্টবেঙ্গলকে। এদিন নতুন বিদেশি রিচার্ড সেলিসিকে দলে রেখেই প্রথম একাদশ সাজান অস্কার। তবে ম্যাচের প্রথমেই গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ম্যাচের ১৩ মিনিটে মাঠের বাঁদিক থেকে লাল-হলুদের প্রাক্তনী বোরহার ক্রস ভেসে আসে বক্সের মধ্যে। হিজাজি লাফান ঠিকই, কিন্তু বলের ধারে-কাছে পৌঁছতে পারেননি । ফাঁকায় গোল করে গেলেন ব্রাইসন ফার্নান্দেজ। এরপর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি অস্কারের দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। তবে একের পর গোলের সুযোগ নষ্ট করেন দিয়ামান্তোকোসরা। বিষ্ণুর বাড়ানো বল পায়েই লাগাতে পারেননি তিনি। পিছন থেকে ছুটে এসে গোল করতে পারননি সেলিসও। বাধ্য হয়েই ডেভিডের জায়গায় ক্লেটনকে নামান অস্কার। গোয়ার বক্সে একের পর এক আক্রমণও শানাল ইস্টবেঙ্গল। এরই মধ্যে গোলকিপারকে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন সেলিস। তবে এরই মধ্যে ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন সাদিকু।

আরও পড়ুন- সত্যি কি প্রিয়া সারোজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু ? মুখ খুললেন প্রিয়ার বাবা

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version