Saturday, November 8, 2025

সোমবার থেকে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু, শেষ মুহূর্তের ব্যস্ততা মুর্শিদাবাদে

Date:

মুর্শিদাবাদ, মালদহ ও আলিপুরদুয়ার জুড়ে একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার (২০ জানুয়ারি) মুর্শিদাবাদে পৌঁছে লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM)। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে নবাবের শহরে। মুখ্যমন্ত্রীর সভার আগে বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক সেরে রেখেছেন। মুর্শিদাবাদের সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন মালদহে। সেখানেও তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। সেখানকার প্যারেড গ্রাউন্ড এবং সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও প্রস্তুতি চলছে।

নবান্ন সূত্রে খবর এবারের সফরে তিন জেলায় প্রশাসনিক জনসভা ও পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী (CM)। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতিও সেরে রেখেছে জেলা নেতৃত্ব। নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর জেলা ও পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ ও মালদহের প্রশাসনিক সভার পর আলিপুরদুয়ারে জোড়া সভা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভার কথা আছে। সুভাষিণী চা-বাগানে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে কড়া টক্কর দেওয়ার পর মাদারিহাটে উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। সেই নিরিখে মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলা সফরের বিশেষ রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করা হচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version