Tuesday, November 11, 2025

বাড়িতে অস্ত্র রাখুন! সুকান্তর ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের কড়া জবাব তৃণমূলের

Date:

ধর্মীয় উস্কানি দিতে এবার বাংলার অভিভাবকদের হাতিয়ার করার চেষ্টা বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি যেন ভুলেই গেলেন চণ্ডীদাসের বিখ্যাত উক্তি – সবার উপরে মানুষ সত্য় তাহার উপরে নাই। তাই এবার তিনি বাংলার অভিভাবকদের নিজেদের সন্তানদের শুধুমাত্র ‘হিন্দু’ করায় উস্কানি দিলেন। সেই সঙ্গে হিংসা ছড়াতে তৎপর বিজেপির উগ্র মানসিকতা ছড়িয়ে দিলেন বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি তথা দেশের মন্ত্রীর ‘ছেলেমানুষী’ মন্তব্যে বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

একটি মন্দিরের উদ্বোধনে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করেন, বাড়ির ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর থেকে হিন্দু বানানো প্রয়োজন। সেই সঙ্গে তার দাবি, আত্মরক্ষার জন্য ঘরে ঘরে রাখতে হবে ধারালো অস্ত্র (weapons)। নির্দিষ্ট ধর্মের মানুষদের আত্মরক্ষার জন্য এই অস্ত্র রাখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

আর এখানেই বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আমরা বলি ভালো মানুষ হন। সেটাই স্বাভাবিক। তার বদলে এই সব কথা দায়িত্বজ্ঞানহীন (irresponsible), ছেলেমানুষি। কোনও দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন এটা ভাবাই অস্বাভাবিক। সেখানেই বিজেপির কার্যকলাপ যে আদৌ জনমুখি নয়, তা তুলে ধরতে কুণাল বলেন, বিজেপি দলটাই স্বাভাবিক নয়।

সেই সঙ্গে বাংলার পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। তিনি দাবি করেন, বাংলার পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে চায় না। সেখানেই সম্প্রতি পুলিশের (West Bengal police) একাধিক সাফল্যের কথা তুলে ধরে তাদের মানবিক ও দায়িত্বশীলতার প্রসঙ্গ উল্লেখ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলার পুলিশ মানবিক। তারা আইনশৃঙ্খলা যেমন দেখে তেমনই মানুষের রক্ষাতেও কর্তব্যপরায়ণ। আগে থেকে প্ল্যান করে মানুষ মারব, এরকম মানসিকতা তাদের নেই।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version