Thursday, August 21, 2025

বাড়িতে অস্ত্র রাখুন! সুকান্তর ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের কড়া জবাব তৃণমূলের

Date:

ধর্মীয় উস্কানি দিতে এবার বাংলার অভিভাবকদের হাতিয়ার করার চেষ্টা বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি যেন ভুলেই গেলেন চণ্ডীদাসের বিখ্যাত উক্তি – সবার উপরে মানুষ সত্য় তাহার উপরে নাই। তাই এবার তিনি বাংলার অভিভাবকদের নিজেদের সন্তানদের শুধুমাত্র ‘হিন্দু’ করায় উস্কানি দিলেন। সেই সঙ্গে হিংসা ছড়াতে তৎপর বিজেপির উগ্র মানসিকতা ছড়িয়ে দিলেন বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি তথা দেশের মন্ত্রীর ‘ছেলেমানুষী’ মন্তব্যে বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

একটি মন্দিরের উদ্বোধনে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করেন, বাড়ির ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর থেকে হিন্দু বানানো প্রয়োজন। সেই সঙ্গে তার দাবি, আত্মরক্ষার জন্য ঘরে ঘরে রাখতে হবে ধারালো অস্ত্র (weapons)। নির্দিষ্ট ধর্মের মানুষদের আত্মরক্ষার জন্য এই অস্ত্র রাখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

আর এখানেই বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আমরা বলি ভালো মানুষ হন। সেটাই স্বাভাবিক। তার বদলে এই সব কথা দায়িত্বজ্ঞানহীন (irresponsible), ছেলেমানুষি। কোনও দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন এটা ভাবাই অস্বাভাবিক। সেখানেই বিজেপির কার্যকলাপ যে আদৌ জনমুখি নয়, তা তুলে ধরতে কুণাল বলেন, বিজেপি দলটাই স্বাভাবিক নয়।

সেই সঙ্গে বাংলার পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। তিনি দাবি করেন, বাংলার পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে চায় না। সেখানেই সম্প্রতি পুলিশের (West Bengal police) একাধিক সাফল্যের কথা তুলে ধরে তাদের মানবিক ও দায়িত্বশীলতার প্রসঙ্গ উল্লেখ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলার পুলিশ মানবিক। তারা আইনশৃঙ্খলা যেমন দেখে তেমনই মানুষের রক্ষাতেও কর্তব্যপরায়ণ। আগে থেকে প্ল্যান করে মানুষ মারব, এরকম মানসিকতা তাদের নেই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version