Sunday, November 9, 2025

বাড়িতে অস্ত্র রাখুন! সুকান্তর ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের কড়া জবাব তৃণমূলের

Date:

ধর্মীয় উস্কানি দিতে এবার বাংলার অভিভাবকদের হাতিয়ার করার চেষ্টা বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি যেন ভুলেই গেলেন চণ্ডীদাসের বিখ্যাত উক্তি – সবার উপরে মানুষ সত্য় তাহার উপরে নাই। তাই এবার তিনি বাংলার অভিভাবকদের নিজেদের সন্তানদের শুধুমাত্র ‘হিন্দু’ করায় উস্কানি দিলেন। সেই সঙ্গে হিংসা ছড়াতে তৎপর বিজেপির উগ্র মানসিকতা ছড়িয়ে দিলেন বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি তথা দেশের মন্ত্রীর ‘ছেলেমানুষী’ মন্তব্যে বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

একটি মন্দিরের উদ্বোধনে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করেন, বাড়ির ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর থেকে হিন্দু বানানো প্রয়োজন। সেই সঙ্গে তার দাবি, আত্মরক্ষার জন্য ঘরে ঘরে রাখতে হবে ধারালো অস্ত্র (weapons)। নির্দিষ্ট ধর্মের মানুষদের আত্মরক্ষার জন্য এই অস্ত্র রাখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

আর এখানেই বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আমরা বলি ভালো মানুষ হন। সেটাই স্বাভাবিক। তার বদলে এই সব কথা দায়িত্বজ্ঞানহীন (irresponsible), ছেলেমানুষি। কোনও দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন এটা ভাবাই অস্বাভাবিক। সেখানেই বিজেপির কার্যকলাপ যে আদৌ জনমুখি নয়, তা তুলে ধরতে কুণাল বলেন, বিজেপি দলটাই স্বাভাবিক নয়।

সেই সঙ্গে বাংলার পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। তিনি দাবি করেন, বাংলার পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে চায় না। সেখানেই সম্প্রতি পুলিশের (West Bengal police) একাধিক সাফল্যের কথা তুলে ধরে তাদের মানবিক ও দায়িত্বশীলতার প্রসঙ্গ উল্লেখ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলার পুলিশ মানবিক। তারা আইনশৃঙ্খলা যেমন দেখে তেমনই মানুষের রক্ষাতেও কর্তব্যপরায়ণ। আগে থেকে প্ল্যান করে মানুষ মারব, এরকম মানসিকতা তাদের নেই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version