Thursday, August 21, 2025

মালদহের কাউন্সিলর দুলাল সরকার (Dulal Sarkar) খুনে ভিন রাজ্য থেকে গ্রেফতার শুটার মহম্মদ আসরার। ফের একবার বিজেপি ও তার সহযোগী রাজ্যগুলি কীভাবে দুষ্কৃতীদের ডেরা হয়ে উঠেছে তার প্রমাণ মিলল এই গ্রেফতারিতে। ধৃত আসরার বিহারের (Bihar) বাসিন্দা। তাকেই খুনের জন্য ভাড়া করা হয়। ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়ারও অভিযোগ উঠেছিল। ধৃতকে জেরা করে এই ঘটনায় আসল মাথা কারা, তার সন্ধান চালাবে পুলিশ। দুলাল সরকারের মৃত্যুতে জিরো টলারেন্সে তদন্ত ও দোষীদের উপযুক্ত সাজার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে প্রতিবেশী রাজ্য বিহার যেভাবে দুষ্কৃতীদের মদতদাতা হয়ে উঠেছে, তাতে রাজ্যের পুলিশের কাছে এই ধরনের অপরাধীদের ধরা আরও চ্যালেঞ্জের হয়ে গিয়েছে।

দুলাল সরকার খুনে মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারিকে আগেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সেই সঙ্গে এলাকার দুষ্কৃতী স্বপন শর্মা, যার সাহায্যে খুনের ঘটনা সহজ করা হয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই খোঁজ চলছিল গুলি চালানোয় অভিযুক্তদের। পোস্টার ছাপিয়ে তাদের অনুসন্ধানও শুরু করে মালদহ পুলিশ। বৃহস্পতিবার দুলাল সরকারের খুনের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar, DGP) দ্রুত অপরাধীদের গ্রেফতার করে খুনের মূল রহস্য উদ্ঘাটনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুলিশকে অপরাধী ধরতে কার্যত খোলা হাতে নির্দেশ দেন তিনি।

পুলিশের দাবি, অন্যতম বন্দুকবাজ (shooter) মহম্মদ আসরার বিহারের বাসিন্দা। দুলাল সরকারের খুনের পরে গা ঢাকা দেয় আসরার। তিন রাজ্যে ঘুরে বেড়াতে থাকে সে। ক্রমশ নিজের অবস্থান বদল করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত বিহারেরই পূর্ণিয়া (Purnia) থেকে তাকে গ্রেফতার করা হয়। এখনও একাধিক অপরাধীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version