Friday, November 7, 2025

মঙ্গলেই বউবাজারের সুড়ঙ্গ দিয়ে গড়াবে মেট্রোর চাকা! সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

বিতর্ক আর আতঙ্কের ‘অভিশাপ’ কাটিয়ে বউবাজারের নিচে দিয়ে পশ্চিমমুখে যাত্রা শুরু করতে প্রস্তুত মেট্রো (Kolkata Metro)। সোমবার সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী মঙ্গল অর্থাৎ ২১ জানুয়ারি রাত এগারোটা নাগাদ সেক্টর ফাইভ (Sector v metro station) থেকে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে পাতালরেল(Metro Rail)। ট্রায়ালের সফলতার উপরে নির্ভর করবে এই রুটের মেট্রোযাত্রার ভবিষ্যত। তবে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার (২০ জানুয়ারি)।

২০১৯ সালে আগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বউবাজার এলাকায়। সেই থেকে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। ২০২২ সালের মে এবং অক্টোবরে ওই অংশ জুড়ে কাজ করার সময় টানেলে জল ঢুকে দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয় কাজ। নির্মীয়মাণ সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার, যেখানে বারবার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় আজও শিয়ালদহ (Sealdah ) এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি।তবে এবার আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার রাতে প্রথম ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর চাকা গড়াতে পারে। ট্রায়াল রান সফল হলে তারপর কিছুদিন পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো। এই রুটে মেট্রো পরিসেবা চালু হলে মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন যাত্রীরা, যাতে অফিস টাইমে অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।গতবছর ডিসেম্বরে যাবতীয় কাজ শেষের পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এরপর বেশ কিছুদিন ধরে ট্রলি রান করানো হয়। এর পাশাপাশি সিগন্যালিং সিস্টেম আপডেট করার জন্য প্রায় দেড়মাস ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version