Tuesday, May 6, 2025

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে গুলি করে পলাতক বন্দি সাজ্জাক আলমের ‘এনকাউন্টার’ নিয়ে এ বার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার এই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

খুনের মামলায় বিচারাধীন ছিলেন সাজ্জাক। গত বুধবার তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে জেলে ফেরানোর সময়ে আচমকা পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন সাজ্জাক। দু’জন পুলিশকর্মীকে জখম করে আদালত চত্বর থেকেই পালিয়ে যান। তার পর শনিবার ভোরে চোপড়ার বাংলাদেশ সীমান্তে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। চোপড়া সীমান্ত থেকে তাকে ধরা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে সেখানেও গুলি ছোড়ে সাজ্জাক। তার পরেই পাল্টা গুলি চালায় পুলিশ। সংঘর্ষে মৃত্যু হয় অভিযুক্তের।সাজ্জাকের শরীরে মোট তিনটি গুলি লেগেছিল। বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

এই ঘটনার দু’দিন আগেই জখম দুই পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি সাফ জানিয়েছিলেন, পুলিশের উপর এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না। পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পুলিশের দিকে কেউ একটা গুলি চালালে পুলিশ পাল্টা চারটে গুলি চালাবে বলেও জানান রাজীব।দু’জনের খোঁজ শুরু করে পুলিশ। সাজ্জাক ও আবদুলকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের তরফে। পুলিশ সূত্রের খবর, সাজ্জাকের খোঁজে একাধিক টিম তল্লাশিতে নেমেছিল। নজর রাখা হচ্ছিল সিসিটিভিতেও। তিনটি গ্রামকে শুক্রবার রাতে পুলিশ ঘিরে নেয়। এরপরই সাজ্জাকের গতিবিধি জানতে পারেন তদন্তকারীরা।

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version