Tuesday, November 4, 2025

নতুন মোড় সইফ-কাণ্ডে, হামলাকারী বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগীর!

Date:

ফের নতুন মোড় সইফ-কাণ্ডে। অভিনেতার উপর হামলায় পাওয়া গেল বাংলাদেশী যোগ! এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। সইফ আলি খানের উপর হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। রবিবার ভোরে মুম্বই পুলিশ জানিয়েছিল, পশ্চিম থানে থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় দাস।যদিও জেরার পর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যাক্তির আসল নাম এটি নয়। সে একাধিকবার নিজের নাম ভাঁড়িয়েছে! তার আসল নাম, মহম্মদ শরিফ উল ইসলাম শেহজাদ। তার কাছে পাওয়া নথি থেকে জানা গিয়েছে সে বাংলাদেশী! শুধুমাত্র তাই নয়, শরিফুল বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগীর। বাংলাদেশেই তার বেড়ে ওঠা। ভারতে নাকি অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন তিনি এবং গত কয়েক মাস ধরে মুম্বইয়ে বসবাস করছিলেন।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে সইফ ও করিনার বাড়িতে প্রবেশ করেছিলেন শরিফুল। সইফ বাধা দিতে গেলে ছুরিকাঘাত করেন মূল অভিযুক্ত। সইফের বাড়ির এক পরিচারকও জখম হন সে রাতে। পুলিশি তদন্তে জানা যাচ্ছে, চুরির উদ্দেশ্য নিয়েই সইফ-করিনার বাড়িতে ঢোকেন তিনি। ১৯ জানুয়ারি শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জেরায় দোষ স্বীকার করেন অভিযুক্ত শরিফুল।

শরিফুল আরও জানিয়েছেন, তিনি জানতেন না সেই বাড়ি আসলে সইফ আলি খানের। এমনকি, অভিনেতাকে চিনতেনও না। তিনি পরে জানতে পারেন, যাকে আক্রমণ করেছিলেন তিনি জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়, বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন তিনি। শরিফুল গত পাঁচ মাস ধরে এলাকার বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন।

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version